মালবিকা ব্যথা দাও, একটা কবিতা লিখবো। (Malobika Bbyatha Dao.....) Poem by Arun Maji

মালবিকা ব্যথা দাও, একটা কবিতা লিখবো। (Malobika Bbyatha Dao.....)

Rating: 5.0

একটু ব্যথা দাও মালবিকা
একটা কবিতা লিখবো।

ব্যথাটা যেন
গাঢ় হয় নিস্তব্ধ রাতের চেয়ে
রঙিন হয় রামধনু রঙের চেয়ে
নির্বাক হয় বোবা পৃথিবীর চেয়ে
অসহায় হয় আধমরা শিশুর চেয়ে।

তোমার দেওয়া ব্যথা
বড় দুর্বল আর নিস্তেজ।
ব্যথা দাও
আরও নিষ্ঠুর নির্মম
তীক্ষ্ণ কর্কশ।

দেখ তো -
বীণাটা কি
কাঁদতে কাঁদতে ছিঁড়ে গেছে?
আকাশটা কি
শোকে আত্মহত্যা করেছে?
সাগরটা কি
আর্তনাদ করে মারা গেছে?

তা যদি না হয়
তবে এ কেমন ব্যথা?
ব্যথা যদি দেবে
তো বজ্রের ব্যথা দাও
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যথা দাও।
ব্যথায় ব্যথায়
আমায় পুড়িয়ে ছাড়খাড় করে দাও।

ব্যথা দাও মালবিকা
একটু ব্যথা দাও।
কবিতার জন্য,
অন্তত একটা কবিতার জন্য
আমাকে বজ্রের ব্যথা দাও।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

মালবিকা ব্যথা দাও, একটা কবিতা লিখবো। (Malobika Bbyatha Dao.....)
Wednesday, October 18, 2017
Topic(s) of this poem: bangla,hurt,inspiration,love,pain,poetry,songs
COMMENTS OF THE POEM
??????? 03 July 2019

তাহলে তো একটি আধলা ইট ছুরে মারতে হয়।ভয় নেই, ইট টি হবে থার্মোকলের 😉😉

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success