মানুষ কেন জ্বলে পুড়ে মরে? (Manush Keno Jwole Pure More) Poem by Arun Maji

মানুষ কেন জ্বলে পুড়ে মরে? (Manush Keno Jwole Pure More)

Rating: 5.0

মানুষ অসুখী
সে নিঃস্ব বা দরিদ্র্য বলে নয়।
মানুষ যন্ত্রণাকাতর
লোকে তাকে পীড়া দেয় বলে নয়।

মানুষ অসুখী যন্ত্রণাকাতর
সে নিজে নিজেকে ঠকায় বলে।
সে নিজে নিজেকে বঞ্চিত করে বলে।

তোমার ইচ্ছে হলো
তুমি খালি গায়ে হাওয়া খাবে।
তোমার কিন্তু লোক লজ্জার ভয়!
তাই ইচ্ছে হলেও
তুমি তা পারো না।

তোমার ইচ্ছে হলো
তুমি ভারত ভ্রমণে বেরোবে।
কিন্তু তোমার বন্ধুর দেখে
তুমিও বড় গাড়ি কিনেছো।
তার দেনার দায়ে
তুমি অফিস কামাই করতে পারো না।
অবসাদগ্রস্ত যন্ত্রণাকাতর তুমি
তবুও ঘানি টেনে চলেছো।

প্রতি মুহূর্তে
নিজে নিজেকে বঞ্চিত করো তুমি।
প্রতি মুহূর্তে
আপন আত্মার
ইচ্ছের বিরুদ্ধে কাজ করো তুমি।
রাতদিন তুমি
নিজেই নিজের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছো।

হে মানুষ
তবে তুমি সুখী হবে কি করে?

প্রিয়তমা পরশ্রীকাতরতাকে সন্তুষ্ট করতে
তোমার সাধ্যের বাইরে, গাড়ি কিনলে তুমি।
শ্রীমান লোক লজ্জার ভয়ে
নিজেকে গৃহকোণে বন্দী রাখলে তুমি।
মায়াবী লোভ রাণীর প্রলোভনে
চুরি করলে তুমি।

অথচ খোলা আকাশের চেয়ে
সুন্দর আর কি আছে?
প্রবাহমান নদীর চেয়ে
নয়নাভিরাম আর কি আছে?
তাদের জন্য কি তোমার
অর্থ লাগে? খ্যাতি লাগে? প্রতিপত্তি লাগে?

পূর্ণিমা রাতে
আকাশের সৌন্দর্য্য তুমি দেখো না;
অথচ ধার দেনা করে
সুন্দর বাড়ি তোমার চাই।
কেন?
তোমার বন্ধু
তাদের বাড়ির সুন্দর ছবি
ফেসবুকে আপলোড করেছে!

জীবনটা যদি তোমার;
তবে অপরের জীবনকে
নিজের জীবনে বাঁধো কেন তুমি?

© অরুণ মাজী
Painting: Jia Lu

মানুষ কেন জ্বলে পুড়ে মরে? (Manush Keno Jwole Pure More)
Friday, September 29, 2017
Topic(s) of this poem: happiness,life,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success