ছয় দফার আলো Poem by MD Mejbahul Islam Nirob

ছয় দফার আলো

জাগ্রত হোক বাংলার ভূমি, মুক্তির গান গাইতে,
ছয় দফার দাবিতে, নতুন ভোর আনিতে।
বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত, এলো শপথ সবার,
স্বাধীনতার স্বপ্নের মাঝে জাগ্রত হোক প্রাণ।
অধিকার আর স্বাধীনতার ডাক, বাংলার প্রাণে জ্বলে,
শোষণের বন্ধন ভেঙে, নবযুগের আলো মেলে।
ছয় দফার মশাল নিয়ে, পথে নামলো জনতা,
স্বায়ত্তশাসনের প্রত্যয়, লালিত নতুন জীবনের কথা।
বাংলার মাটিতে বেজে উঠুক বিজয়ের গাথা,
ছয় দফার অগ্নি শিখায়, জ্বলুক মুক্তির পাতা।
কৃষক-মজুরের কণ্ঠে ধ্বনিত হোক স্বাধীনতা,
এই সংগ্রামের পথে, জাগ্রত হোক মানবতা।
স্বপ্নের রাঙা সকালে, বাংলার নতুন সূর্যোদয়,
গর্বিত ইতিহাসে লিখিত, মুক্তির অক্ষয় প্রণয়।
তাই ছয় দফার আন্দোলনে বাঁচুক প্রাণের গান,
স্বাধীন বাংলাদেশের বুকে, জ্বলুক চিরন্তন প্রদীপখান।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success