একটি অসমাপ্ত কবিতা Poem by Md. Rakibuzzaman Bhuiyan

একটি অসমাপ্ত কবিতা

জীবন ক্লান্ত হতে হতে ছেঁড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে, তবুও বাঁচতে হচ্ছে প্রতিদিন। তবুও এই বেঁচে থাকা একজোড়া পশম মোজার জন্যে, একটুকরো নীল জোছনার জন্যে, একটুখানি হাসিমাখা মুখে 'ক্লান্ত লাগছে? ' শোনার জন্যে। এভাবেই ক্লান্তিমাখা দিন শেষে পুলকিত দিনের উদয় হবে, ঘুম ভাঙা চোখে তাকিয়ে থেকে আমি নীলিমার শেষ প্রান্তে পাহাড়ি ঝরণা দেখবো, ডাগর প্রিয় চোখ জোড়ায় সোনালী সমুদ্র দেখতে পাবো। বকুলের গন্ধ মেখে মৃত্যুর কাছাকাছি বসে একটা কবিতা লিখবো…

'আজকাল হয়েছে আমার
মন খারাপের ব্যামো,
আমার জন্যে স্বপ্নে এসে -
পিঠে পুলি বানিও।
বিন্নি ধানের খই আর
গুড় মাখা মুড়ি -
এসব কিছু দাও বা না দাও;
স্বপ্ন জুড়ে মণ্ডামিঠাই আর
ছাতিম ফুলের সুবাস দিও! '

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success