যত্নের তুলতুলে আবরণ
যেন সমুদ্রের মতোন,
আনন্দের সহজ সমীকরণ
সত্যিকারের ত্যাগ আর বিসর্জন।
গোপনের আগলে রাখা দিনলিপি
সে-ই শ্রেষ্ঠ- স্বর্গের পরী
ব্যথা-বেদনা সারাবার প্রথম কারিগর
বোধ ভাবনার প্রথম উজ্জীবনী।
আমাদের প্রথম প্রশ্নরাজির উত্তর
সেতাে চির সবুজ অরন্যের স্বাক্ষর,
এমন সুগন্ধি যেন এলাচদানা
সেতাে পরী, সে আমার মা ।