​​মা (Mother) Poem by Arun Maji

​​মা (Mother)

Rating: 5.0

মা​কে মনে করলেই ​
আমার​ আকাশ মনে পড়ে
সাগর মনে পড়ে
​পাহাড় মনে পড়ে।

​আমার মায়ের
​আকাশ সমান ভালোবাসা
সাগর সমান গভীরতা
​পাহাড় সমান সহন​শীলতা​।

​ঈশ্বর মানুষকে বড় ভালোবাসে​ন। ​​
তাই তিনি
আকাশ সাগর আর ​পাহাড়কে একত্র করে
মানুষের জন্য
মা গড়েছেন। ​

হে পরম করুণাময় ঈশ্বর,
তোমার অন্তহীন ভালোবাসা
আমার মায়ের মধ্য দিয়ে
দিনরাত অনুভব করি আমি।
যখন আমি মাকে পূজা করি
আসলে আমি
তোমারই পূজা করি।

© অরুণ মাজী

Wednesday, September 4, 2019
Topic(s) of this poem: mother,mother and child ,mother daughter,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success