নারী নিতম্ব ও পুরুষ (Nari Nitombo O Purush) Poem by Arun Maji

নারী নিতম্ব ও পুরুষ (Nari Nitombo O Purush)

Rating: 5.0

নারী নিতম্বে নদী আছে বলেই কি
তোমায় ভালোবেসেছিলাম?
জানো?
নিজেকেই নিজের ঘেন্না হয়।
কাঁহাতক আর নিজেকে মিথ্যে বলা?

তোমার হলদে পাহাড়ে চড়ার
অনাবিল সেই আনন্দকে,
কি করে অস্বীকার করি?
তোমার সোনালী সর্ষে বাগানে
ঘুড়ি উড়ানোর সেই উচ্ছ্বাসকে,
কি করে লুকিয়ে রাখি?

কতদিন আর ঘোমটা নীচে
খ্যামটা নাচবো আমি?
এক মানুষ জীবনে
একবারও কি পৌরুষ জাগতে নেই?
একবারও কি বীরদর্পে,
সত্যটা
সকলের সামনে ঘোষণা করতে নেই?
বলতে কি নেই?
মালবিকা, তুমি সুন্দর।
কিন্তু তুমি আরও বেশি সুন্দর
তোমার নিতম্বে, গভীর একটা নদী আছে বলে।
তুমি আরও আরও বেশি সুন্দর
সেই নদীতে আমি সাঁতার কাটতে পারি বলে।

পৃথিবী গালি করে করুক আমায়।
অন্তত আমি তৃপ্ত এই ভেবে
আজ, সত্যটা বলেছি তোমাকে।

© অরুণ মাজী
Painting: Richard Johnson

নারী নিতম্ব ও পুরুষ (Nari Nitombo O Purush)
Thursday, September 7, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion,sensual,sex,sexuality,sexy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success