Noon O Nimakharami Poem by Malay Roychoudhury

Noon O Nimakharami



নুন ও নিমকহারামি
- - - - - - -
তুই তো আমার ঘাম জিভ দিয়ে ছুঁয়ে
বলেছিলি অবন্তিকা- - আহ কি নোনতা
অন্তরতমের প্রাণ পুরুষালি ঘ্রাণ
সেইদিন, লকআপ থেকে আদালতে
হাতে হাতকড়া আর কোমরে দড়ির
ফাঁসে বাঁধা, হেঁটেছি ডাকাত খুনিদের
সাথে, রাজপথে সার্কাস প্রেমীদের ভিড়

বিশ্বাসঘাতক যারা, আমার বিরুদ্ধে
আদালতে রাজসাক্ষী হয়েছিল তারা
কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন
তো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে:
তাই বিশ্বাসভঙ্গের প্রশ্ন নেই কোনো-
নিমকহারামি বলা চলবে না তাকে ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success