Own & After (আপন-পর) Poem by Niaz Uddin Sumon

Own & After (আপন-পর)

রঙিন এই যান্ত্রিক শহর
কে আপন কে পর
বুঝা বড় দুষ্কর!

যারে করি আপন
সে হয় না আসলে তেমন
ভাবনায় ছিল না যে জন
সে ভাবে আমায় তার কাছের একজন|

বিপদে পড়লে মানুষ চেনা যায়
আপন-পর সহজে বুঝা যায়
তার আগে আপন পর
চেনা যে বড় দুষ্কর!

তবুও আশার আলোয় বুক বাঁধি
নতুন করে স্বপ্ন দেখি
চলার পথে আপন খুঁজি।

Own & After  (আপন-পর)
Tuesday, May 31, 2016
Topic(s) of this poem: relationship
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Niaz Uddin Sumon

Niaz Uddin Sumon

Chittagong
Close
Error Success