Calling On Falgun (ফাগুনের আহবানে) Poem by Niaz Uddin Sumon

Calling On Falgun (ফাগুনের আহবানে)

প্রেম ফাগুনের হিমেল হাওয়ায়
অজস্র ফুলের রক্তিম আভায়
হৃদয়ে ভালোবাসার অনুভুতি জাগায়।

ডালে-ডালে গুচ্ছ-গুচ্ছ কৃষ্ণচূড়ার আবেশে
শহরময় অনাবিল আনন্দ-উচ্ছ্বাসে
প্রিয়ার মায়াবী মুখখানি চোখে ভাসে।

বাসন্তী রঙে আপন-খেয়ালে
রুপালী চাঁদের নরম আলোতে
মন চাই প্রিয়ার হাত ছুঁতে।

ফাগুনের রাতে কোকিলের ডাকে
নিঝুম মন উতলা হয়
প্রিয়ার মধুর সান্নিধ্য পেতে।

Calling On Falgun (ফাগুনের  আহবানে)
Monday, February 13, 2017
Topic(s) of this poem: love,love and dreams,love and friendship,love and life,poem,poems,spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Niaz Uddin Sumon

Niaz Uddin Sumon

Chittagong
Close
Error Success