প্রেম পরিণয় বন্ধন (Prem Porinoy Bondhon) Poem by Arun Maji

প্রেম পরিণয় বন্ধন (Prem Porinoy Bondhon)

Rating: 5.0

আকাশ কেবল হাঁ করে দেখার জন্য।
স্বপ্নের মেঘে ভর করে, তাতে উড়ার জন্য।
আকাশ কখনো ছোঁয়ার জন্য নয়
তাকে,
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে মাপার জন্য নয়।

ভালোবাসাও ঠিক তেমনি।
ভালোবাসার আকাশে, ডানা মেলে উড়তে হয়।
একদিন স্বপ্নের মেঘে চড়ে,
অজানা কোন দেশে হারিয়ে যেতে হয়।
ভালোবাসার রামধনুকে, হাঁ করে দেখতে হয়;
আর আহাঃ আহাঃ বলে, তাল ঠুকতে হয়।

ভালোবাসাকে মাপতে যেও না
তাকে ছোট করে ফেলবে।
ভালোবাসাকে ধরতে যেও না
খাঁচায় তাকে বন্দী করে ফেলবে।
ভালোবাসাকে অধিকার করতে যেও না
তাকে চিরতরে হারিয়ে ফেলবে।

যা প্রবাহমান
তাকে কখনো বাঁধতে পারো?
বাতাসকে তুমি বাঁধতে পারো?
জলের স্রোতকে তুমি বাঁধতে পারো?
সময়কে তুমি বাঁধতে পারো?

হয়তো বা পারো।
কিন্তু জলের স্রোতকে বাঁধলে
তাতে ভয়ঙ্কর প্রলয় হয় না?

ভালোবাসাকে বাঁধলে প্রলয় হয় না?
দাম্পত্য জীবনে যে আগুন জ্বলে
সে আগুন তবে কিসের?

© অরুণ মাজী
Painting: John William Godward

প্রেম পরিণয় বন্ধন  (Prem Porinoy Bondhon)
Monday, October 9, 2017
Topic(s) of this poem: flow,freedom,life,love,river,sky,time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success