সে এসেছিল Poem by Sanzeda S K

সে এসেছিল

সে এসেছিল যোজন যোজন মাইল পারি দিয়ে, আলোকবর্ষের সুদীর্ঘ পথে
কুহকী লন্ঠন জ্বালিয়ে,
নীহারিকার বৃষ্টির ছাঁটে গা ভিজিয়ে
অনন্তের ধুম্রজাঁল ভেদ করে
রাতের আঁধারে হৃদয়ের উপকূলে
চাঁদের জলসা সাজিয়ে।
হেঁটেছে ফুলের আঙ্গিনায়
সদ্য ফোটা গোলাপের চোখে স্বপ্নের সুরমা এঁকে
ঘুমের ঘোরে স্পর্শ করেছে
আমার অলকানন্দে জড়ানো
আলগা চুলের গুচ্ছ
শরীরে উষ্ণতায় অনুভব করেছে
প্রণয়ের অগ্নিস্ফুলিঙ্গ।
তুলে দিয়েছে টকটকে এক নীলপদ্ম দিঘির টলমল জল হতে,
কুন্তলের সাগরে ভাসিয়ে দিয়েছে নিবু নিবু জোনাকির ভেলা
হিজল ফুল বিছিয়ে দিয়েছে শাড়ীর খাঁজে।
হেঁটেছি দুজনে মিলে ক্যামেলিয়ার বনে
কুয়াশায় যুবুথুবু রাত্রির আঁধারে,
শুনেছি ডাহুকের ডাক বাঁশ ঝাড়ের আড়াল হতে, বুনেছি স্বপ্নের জাল বিগলিত জোছনার আলোর নীচে।

©️ সানজিদা এস কে
মার্চ ২০২৩

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success