বিবাহ ।। উইলেম এলসোত (The Marriage By Willem Elsschot) Poem by Rahman Henry

বিবাহ ।। উইলেম এলসোত (The Marriage By Willem Elsschot)

Rating: 3.5

বিবাহ ।। উইলেম এলসোত

.
পুরুষটা যখন লক্ষ করলো কালের কুয়াশা কিভাবে
তার স্ত্রীর চোখদুটো থেকে নিভিয়ে দিয়েছে জ্বলন্ত অঙ্গার,
বসিয়ে দিয়েছে গাল, ভাঁজ ফেলেছে কপালে,
তখন সে সুদূরের দিকে তাকালো আর ডুবে গেলো অনুতাপে।

নিজের দাড়িকে অভিশাপ দিলো, ধমকালো, আর টেনে ছিঁড়তে থাকলো
আর নারীটার দিকে ওরকমই চোখে তাকালো, কিন্তু ভালোবাসতে পারলো না আর,
শয়তানদের কাজেকর্মে মহাপাপ দেখতে পেলো সে, আর দেখলো
মৃত্যু পথযাত্রী এক ঘোটকীর মত কেমন চোখে নারীটি তাকিয়ে আছে তার দিকে।

কিন্তু সে মরছিলো না, যদিও নারকীয় মুখ দিয়ে চেটে খাচ্ছিলো
নিজেরই হাড়গোড়ের মজ্জা, সেটা তাকে চালিয়েই যেতে হচ্ছিলো।
কথা বলতে, বা কিছু জিজ্ঞেস করতে কিংবা অভিযোগ করারও সাহস ছিলো না,
আর যেখানে দাঁড়াতো কাঁপতে থাকতো, অথচ বেঁচে ছিলো আর মোটা হচ্ছিলো।

পুরুষটা ভাবতো: ওকে পিটিয়ে মারবো আর আগুন জ্বালিয়ে দেবো বাড়িতে।
নিজের দৃঢ় পা দুটো থেকে এই গাদ আমাকে ধুয়ে ফেলতে হবে
এবং আগুন ও কাদাময় পথের ওপর দিয়ে দৌড়াতে হবে
যতক্ষণ না অন্য কোনও দেশে আরেকটি প্রেমের কাছে পৌঁছে যাচ্ছি।

কিন্তু সে তাকে হত্যা করতে পারলো না, কেননা, স্বপ্ন আর সত্যিকার কাজের মাঝখানে
গোপনেই থেকে গেছে আইনকানুন আর বাস্তবের নানাবিধ বিষয়-আশয়,
আর এমনকি বিষাদও, যাকে কেউ ব্যাখ্যা ও বর্ণনা করতে পারে না
এবং সেটা উপস্থিত হয় রাত্রিকালে, যখন সবাই ঘুমিয়ে পড়ে।

বছরগুলো পেরিয়ে গেল। ছেলেমেয়েরা বেড়ে উঠলো
আর দেখলো কিভাবে সেই লোকটি, ওরা যাকে বাবা ডাকতো,
অগ্নিকুণ্ডের পাশে নিঃশব্দে নিশ্চলতায় বসে থাকে
আর নিষ্পলক চোখে বাদামি ভাল্লুকের মত ওদের দিকে তাকায়।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* উইলেম এলসোত (৭ মে ১৮৮২ - ৩১ মে ১৯৬০) : বেলজিয়ামের কবি ও গদ্যশিল্পী।
.
.
#WillemElsschotPoems
.

Sunday, May 7, 2017
Topic(s) of this poem: life,lifestyle,marriage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success