Monday, January 9, 2023

ঝিনুকের সন্ধানে ৮ক (Trishna) Comments

Rating: 0.0

দিদি তৃষ্ণা আর আমি, আমরা ত্রিমূর্তি ছিলাম। যখন ছোট ছিলাম; তখন এক সাথে খেলতাম, এক সাথে আড্ডা দিতাম আমরা। অবশ্য সবদিন নয়। মাঝে মাঝে।

সব দিন নয় তার কারণ, তৃষ্ণাদের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় দেড় বা দু কিলোমিটার দূরে। তবুও ওরা প্রায়ই আসতো আমাদের বাড়িতে। আমরাও ওদের বাড়িতে যেতাম। ওদের বাড়ি যাওয়ার মূল আকর্ষণ ছিলো, ওদের বাড়ির পুকুর।
...
Read full text

Arun Maji
COMMENTS
Close
Error Success