গার্গী হও মালবিকা (Tumi Gargi Ho-O) Poem by Arun Maji

গার্গী হও মালবিকা (Tumi Gargi Ho-O)

গার্গী হও মালবিকা
তুমি গার্গী হও।

একালের মেয়েরা
গনগনে কয়লার আগুন।
লোভ লালসা লাস্যের উত্তাপ
কেবল ঠিকরে ঠিকরে পড়ছে।
আলো না দিয়েও তারা
সবকিছু ছাই করে দেয়।

তুমি বিদুষী হও, সূর্য হও।
উত্তাপ থাকবে বুকে,
অথচ আঁধার ঘুঁচানো আলো থাকবে
তোমার কোমল মুখে।

পুরুষ তো আর পারলো না-
এখন নারীই ভরসা এ পৃথিবীর।
তুমিও যদি নিরাশ করো তারে
সে যে আত্মহত্যা করবে!

গার্গী হও মালবিকা
তুমি গার্গী হও।

© অরুণ মাজী
Painting: Raja Ravi Verma

গার্গী হও মালবিকা (Tumi Gargi Ho-O)
Friday, September 8, 2017
Topic(s) of this poem: empowerment,woman,bangla
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success