মানুষ কেনো অসাধারণ নয় Poem by Ummey Salma Raaya

মানুষ কেনো অসাধারণ নয়

ক্ষমা করতে পারে বলেই মানুষ অসাধারণ,
প্রতিশোধ নিতে পারার জন্য অসাধারণ নয়।
সম্পর্ক গড়তে পারে বলেই মানুষ অসাধারণ,
আপনকে পর করার জন্য অসাধারণ নয়।

রঙিন স্বপ্ন দেখতে পারে বলে মানুষ অসাধারণ,
তবে বাস্তবতা ভুলে গেলে আর অসাধারণ নয়।
হৃদয়ের ভাষা বুঝতে পারে বলে মানুষ অসাধারণ,
অন্যকে আঘাত করার জন্য অসাধারণ নয়।

সহযোগিতা করতে পারে বলে মানুষ অসাধারণ,
প্রতিযোগিতা করার জন্য কেউ অসাধারণ নয়।
নিজের ভুল স্বীকার করে বলেই মানুষ অসাধারণ,
অন্যের ভুল ধরার জন্য কখনো অসাধারণ নয়।

শিখতে ও শেখাতে পারে বলে মানুষ অসাধারণ,
কেবল অহংকারে মূর্খ হলে অসাধারণ নয়।
স্বপ্ন পূরণে অটল থাকে বলেই মানুষ অসাধারণ,
স্বপ্ন ভেঙ্গে দেওয়ার জন্য অসাধারণ নয়।

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success