ভালোবাসার সংহিতা Poem by Ummey Salma Raaya

ভালোবাসার সংহিতা

ভালোবাসার নিয়ম বলে -
হৃদয় যদি দাও, তবে তা যেন হয় অনন্তকালীন।
ভাগ করে নয়, পুরোটা নিবেদন করো।
ভালোবাসা চায় স্থিরতা ও গভীরতা,
কোনো খণ্ডিত সত্তা সেখানে স্থান পায় না।

ভালোবাসার নির্দেশ এই -
প্রতিশ্রুতি দিলে, পুরোটা দিয়ে ভালোবাসো।
জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দিও না।
ভালোবাসার নিয়ম যে বড্ড কঠিন।
যদি প্রতিশ্রুতি দাও, তবে এসো না শূন্য হাতে।

ভালোবাসার ভাষা বলে -
ভালোবাসা মানে শুধু একটি শব্দ নয়,
এ এক নীরব দায়িত্ব, যা মুছে ফেলে সমস্ত স্বার্থ।
এখানে কোনো 'আমি' নেই, নেই কোনো বিভক্তি।
দুই সত্তার মিলনই ভালোবাসার প্রকৃত সংজ্ঞা।

ভালোবাসার শেষ শর্ত হলো -
তুমি যেন বোঝো, ভালোবাসা কোনো ধ্বংস নয়, ভালোবাসা হলো একটি নির্মাণের প্রতিশ্রুতি।
ভালোবাসা বলে, ফিরে এসো না খালি হাতে।
ফিরে আসা হোক এক নতুন অধ্যায়ের সূচনা।

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success