বীর দেবতা (Veer Devata) Poem by Arun Maji

বীর দেবতা (Veer Devata)



​​লড়াই শেষে ফিরলো সবাই
আপন আপন ঘরে।
ভারত মাতার নয়ন মণি
সেই এলো না ফিরে।

হারিয়ে গেলি বাছা আমার
কোন শত্রুর ফাঁদে?
চোখের জলে মা যে তোর
আকুল হয়ে কাঁদে।

শত কোটি সন্তান আমার
তবু বুক আমার ফাঁকা।
তুই যে আমার নয়ন মণি
হৃদয় মাঝে আঁকা।

কোথায় গেলি বাছা আমার
কোথায় গেলি বাছা?
তুই যদি নেই মায়ের কোলে
আমার কেন বাঁচা?

সূর্য উঠে অস্ত যায়
বছর বছর ধরে।
সবাই যদি এলো ঘরে
তুই এলি না ফিরে।

মণি কাঞ্চন বুবাই বাপন
পথের পানে চেয়ে।
​"​সুভাষ কাকু আসবে ফিরে​"​
আছে বিভোর হয়ে।

ঘুমের ঘোরে গফুর মিঞা
হটাৎ জেগে উঠে।
​"​সুভাষ আসছে সুভাষ ​​আসছে​"​
​উন্মাদ হয়ে ছুটে।

মরণশয্যায় বৃন্দাবনী
পূজায় কামাই নাই।
ওং সুভাষ নমঃ সুভাষ
নিত্য পূজা চাই।

মণু মুখুজ্জ্যের মেজো নাতি
হাভার্ড ছেড়ে আসে।
সুভাষ বাবু কোথায় আছে
রিসার্চ করতে বসে।

"মা তোকে একশো পাঁঠা"
বিন্দী মানত করে।
আমার সুভাষ কখনো যদি
আসে ফিরে ঘরে।

রাষ্ট্র সঙ্ঘের রথীন বাবু
ঘুম আসে না তার।
সুভাষ বাবু গেলো কোথায়
সদা উদ্বেগ তার।

জাপান দেশের স্কুল ছাত্র
ইতিহাসের পাতা খুলে।
সুভাষ বোসকে শ্রেষ্ঠ সামুরাই
জাপান কেন বলে?

ইতর অভদ্র পাড়ার ছেলে
সদাই নেশাগ্রস্ত।
সুভাষ নাম শুনলে পরেই
কাঁদে কত কত।

​​কাঁদে আকাশ কাঁদে বাতাস
কাঁদে ভারতমাতা।
​"​কোথায় বাছা লুকিয়ে তুই​"​
শূণ্য গর্ভের ব্যথা।

কাঁদে কি তারা দুষ্টু যারা
ছিনিয়ে নিলো রত্ন?
সুভাষ রক্তে আঁকা যাদের
রাজ মুকুটের বর্ণ?

কাঁদে কি তারা চক্রী যারা
টুকরো করলো মাকে?
মায়ের রক্তে আঁকলো ভাগ্য
মিথ্যে​ বাণী হেঁকে?

কাঁদে কি তারা দুষ্কৃতী যারা
মাকে নিলো পণবন্দী?
কৌশলে যারা আঁকলো আঁচলে
বিভেদের চির গন্ডী?

কাঁদে কি তারা পুঁতেছে যারা
বিষবৃক্ষ মায়ের অঙ্গে?
বিভেদনীতিকে ঢেকেছে যারা
"সেকুলার" শব্দ সঙ্গে?

কাঁদে কি তারা সন্তান যারা
ভারত মায়ের কোলে?
সুভাষ রক্তে স্বাধীন যারা
গেছে কি তাকে ভুলে?

​? ​সুভাষ যদি ​হৃদয়ে তোমার ​
শিশু অনাহারে কেন?
বৃদ্ধ আবাসে বৃন্দাবনীর
গলায় দড়ি কেন?

পরাণ মাঝি রয়েছে জাগি
সাত রাত্তির কেন?
সন্তান গর্ভে মরলো ​বৌ ​
ওষুধ পেলো না কেন?

মন্ত্রী বুকে সুভাষ আঁকা যদি
তাদের চুরি ধর্ষণ কেন?
সুভাষ ব্রতে ব্রতী যদি তারা
মাকে বলাৎকার কেন?

সুভাষ রক্ত এতো পান করেও
হয় নি এরা তৃপ্ত।
চিতা চাই ​এরা ভস্ম চাই ​এরা
দখলদারিতে মত্ত।

​মায়ের চিতা সাজা​লো যারা
​শকুনি মামা সেজে।
শাসনদন্ড তাদেরই হাতে
তারাই রাজ-সাজে।​

​সুভাষ নাম মুছতে চেয়ে
সাধনা করেছে যারা।
"মুছো ইতিহাসে জ্বলবো হৃদয়ে"
সুভাষস্বর শোনেনি তারা!

কাঁদছে ভারত কাঁদছে বঙ্গ
কত কাব্যের বাহারে!
এমিলি কেবল খুঁজছে সুভাষ
কবরের কালো আঁধারে!

"বিয়ে করছো দেশকে যদি
সিঁদুর আমাকে কেন?
কন্যা গর্ভে স্ত্রীকে ছেড়ে
এখনই জাপান যাত্রা কেন? "

আর্ত অসহায় এমিলি সেদিন
কেঁদেছিলো কত কত।
আত্মহত্যার কত কত রঙ
এঁকেছিলো কতশত।

লহ প্রণাম এমিলি বোস
বীর দেবতার সাথে।
ভুলে নি ভারত তোমার ত্যাগ
রয়েছো হৃদয় মাঝে।

অমর রহে
সুভাষ বোস অমর রহে।

© অরুণ মাজী

বীর দেবতা (Veer Devata)
Friday, January 26, 2018
Topic(s) of this poem: bangla,bangladesh,courage,lion,nation,national flag day
COMMENTS OF THE POEM
Pravash Chandra Mandal. 04 February 2018

Very beautiful poem.

0 0 Reply
Chiranjit kirtaniya 30 January 2018

Darun dada

1 0 Reply
Rinky Dutta 28 January 2018

Beautiful poem

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success