গাছের নীরবতা Poem by World Poems Otteri Poet

গাছের নীরবতা

সেই আকাশের দিকে
এখন
জানি বৃষ্টি হবে
সেই আকাশ জানে বৃষ্টি হবে না
এটি নীরব
সেই নীরবতার
এটি অর্থের শব্দ অনুবাদ করছে
রেইন মপ
সেই পরিবেশে
পৃথিবী আরামদায়ক বোধ করে
শুকিয়ে যাওয়া ফুল হাসে
পৃথিবীর জন্য ছাতার মতো একটি গাছ
বৃষ্টির ফোঁটার সৌন্দর্যে
প্রস্ফুটিত এবং হাসি..
দারুণ নীরবে...

+ওটেরি সেলভা কুমার

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success