Samiul Asad Poems

Hit Title Date Added
1.
নাবিক -সামিউল আসাদ

তপ্ত বালি- কৃষ্ণ সাগর, ঘুরিয়াছি আমি সাত সমুদ্দুর।
লোহিত বর্ণ সন্ধ্যা তারা, সুনীল জলে ডলফিনের খেলা।
দেখেছি আমি বসফরাস ঘুরে, রংধনু তুমি ম্লান এখানে।
স্বপ্নপুরি কল্পনা আঁকায়, বাস্তবতায় তাও হার মেনে যায়।
...

2.
প্রাণ- সামিউল আসাদ

এদেশ আমার মা,
এ মাটি আমার প্রাণ;
এদেশের ধুলিকনা
আমার রক্ত সমান।
...

3.
পার্থক্য -সামিউল আসাদ

আমার দেশের পথের ছেলে,
সারাদিন কষ্টে থাকে।
রাত হলে সে ঘুমিয়ে পড়ে,
আজ এখানে তো কাল সেখানে।
...

Close
Error Success