তপ্ত বালি- কৃষ্ণ সাগর, ঘুরিয়াছি আমি সাত সমুদ্দুর।
লোহিত বর্ণ সন্ধ্যা তারা, সুনীল জলে ডলফিনের খেলা।
দেখেছি আমি বসফরাস ঘুরে, রংধনু তুমি ম্লান এখানে।
স্বপ্নপুরি কল্পনা আঁকায়, বাস্তবতায় তাও হার মেনে যায়।
...
এদেশ আমার মা,
এ মাটি আমার প্রাণ;
এদেশের ধুলিকনা
আমার রক্ত সমান।
...
আমার দেশের পথের ছেলে,
সারাদিন কষ্টে থাকে।
রাত হলে সে ঘুমিয়ে পড়ে,
আজ এখানে তো কাল সেখানে।
...