Sayan Ghosh

The Best Poem Of Sayan Ghosh

নীরবতা

আর বলবো না গো বলবো না
আমার কথা তোমার কাছে
এমনি করে আর বলবো না।।

আমার কথা তোমার কাছে
বলেছিলেম সকাল সাঁঝে
তোমারও তো হৃদয়মাঝে
কিছু কথা বলার আছে
এই কথাটি আমার মনে
তখন শুধু আসে নি গো
শুধু এই মনেতে আসেনি।।

আজ শরতের ব্যকুল রাতে
সময় যখন একলা কাটে
মনে ভাবি তোমার কাছে
নিজের কথাই বলেছি যে
তোমায় শুধু জানি নি গো
কেবল তোমাকেই জানি নি।।

শুনে যেতে নীরবে এসে
ভরিয়ে দিতে হাসির রেশে
না বলা কথা উঠতো ফুটে
ভরাট করা চাহনীতে
নিজের কথা শোনালে না গো
নিজেরে শুধু চেনালে না।।

যদি ফিরেই এলে আবার
শোনার পালা এবার আমার
যদি নাই বা বলো মুখে কথা
যদি থাকেই ভরা নীরবতা
সময় যাবে নিজের কাজে
প্রাণের তারে কথা হবে
এ দিন তাই দিয়ে ভরবে গো
শুধু তাই দিয়ে দিন ভরবে।।

Sayan Ghosh Comments

Sayan Ghosh Popularity

Sayan Ghosh Popularity

Close
Error Success