সেদিন দেখিয়াছিনু গগনও পাড়ে
তিমিরও রাত্রিতে অন্ধকারে,
মেঘের পরে মেঘ লুকায়
নীলাম্বর তলে,
...
সেদিন অন্ধকারে
সেদিন দেখিয়াছিনু গগনও পাড়ে
তিমিরও রাত্রিতে অন্ধকারে,
মেঘের পরে মেঘ লুকায়
নীলাম্বর তলে,
শূন্য হাওয়ায় তালে তালে
মেঘ আঁচলে।
দেখিয়াছিনু বিস্ময়
এক আশ্চর্য সৃষ্টিতে!
নীল অবগুণ্ঠন মাঝে
মেঘের বৃষ্টিতে,
হঠাৎ ফুটিয়াছিলে কদমের ডালে,
গুচ্ছে গুচ্ছে থরে বিথরে
ছেয়ে যাওয়া বনতলে
স্বচ্ছ মেঘ জলে।
আমি গিয়াছিনু ছুটে
যেন স্রোত ধারায় মিশে,
তোমারে পারিব ছুঁইতে
অবশেষে,
নির্জনে তোমার ক্রৌঞ্চ তলে
একি লীলা তব
একি লীলা ছলে
আমি ভাসিয়া গেলাম
ভিতর আঁখি জলে!
সেদিন অন্ধকারে
নির্জনে গগনও পাড়ে
আবার উঠিয়াছিল চাঁদ
নাড়িয়া আমারে!