Syed Jahed Hossain


Best Poem of Syed Jahed Hossain

মিছিল হবে নীরব নীল সড়কে

এই মিছিলে অন্য কেউ নয়, আমি তুমি,
সবকিছুই স্তব্ধ আজি, শুধু সরব আমরা দু'জন,
আমাদের স্লোগানে স্লোগানে মুগ্ধ পৃথিবী।
তোমার নরম আঙ্গুলের ছোঁয়ায় প্রান ফিরে পেল
দেয়াল লিখন, ফেস্টুন, প্ল্যাকার্ড।
চিত্রে বিচিত্রে রঙ্গিন প্রজাপতি, নতুন ঋতু,
পরিচয় নেয় ভোরের সূর্য, সদ্য ফোটা ফুল।
এ বেলা ও বেলা সব বেলায়, মৌন আকাশে,
রংধনুর স্বাদে বুঝে নেবো জলকণার ভাষা।
সময়ের অসময়ের বাসনায়,
খন্ড খন্ড আলাপে, কেটে যাক কার্তিক পৌষালি প্রহর।
আমাদের মিছিলে মিটিঙে কোন্ আড়ম্বরে লুকিয়ে এক নিশ্বাসে,
সীমাহীন পথ জুড়ে অজানা অচেনায়,
জীবনের মেঠো উতসবে আগামীর স্লোগান বানাবে তুমি, ...

Read the full of মিছিল হবে নীরব নীল সড়কে
[Report Error]