Tahmid Bashar

Tahmid Bashar Poems

রানী তুমি আমার রাজ্যের
সেনা দোল তোমার পাশে
তুমি বললে লড়বে
ওরা জীবন বাজি রেখে
...

চাঁদের মতো হাসি তোমার
আমার আকাশ জুড়ে
মেঘে মতো অভিমান তোমার
আমায় কাছে পেয়ে
...

বলা না বলার ভাষা খুঁজে
পাইনি আমি আজ বুঝে
হচ্ছে গতিহীন ইচ্ছে গুলো সব
সম্ভাবনা শুরুতেই
...

বৃষ্টি হয়ে ঝরছো তুমি
আমার চোখের জলে
রংধনুর রঙে তুমি
আমার বাসার ছাদে
...

ইশ কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
টোল পড়া ঐ হাসি
আমি খুব ভালোবাসি
...

তোমার ঐ মায়াবী চোখের পাতায়
খুঁজে নেবো আজও আমায়
সাগরের নীল জলে
রংধনুর সাত রঙ্গে
...

কোনো এক রাতের কিছু লুকোনো দীর্ঘশ্বাস ছিল

ধরা ছোঁয়ার বাইরে থাকা কিছু গল্পেরা জেগে ছিল
...

Tahmid Bashar Biography

Who am i and what am i)

The Best Poem Of Tahmid Bashar

রানী তুমি আমার রাজ্যের

রানী তুমি আমার রাজ্যের
সেনা দোল তোমার পাশে
তুমি বললে লড়বে
ওরা জীবন বাজি রেখে
রাজা তোমার রাজ্য ছেড়ে
লড়বো তোমার জন্যে
জীবন থাকতে দেবেনা
তোমায় অন্যের হাতে তুলে

চুল তোমার রাজ্য জুড়ে
পাহাড়ের মতো করে
চেহারা তোমার সাদা মেঘ
রাজার আকাশ জুড়ে
তাই তো রাজা সারাদিন ঘুরে
তোমার স্মৃতি নিয়ে

হাত তোমার রাজার মাথায়
মাথা ভুলিয়ে রাখে
চোখ দুটোতার চাঁদের মতো
রাজা দেখতে থাকে
মনটা তার গোলাপের মতো
রাজার মনের মাজে
তাইতো রাজা গাঁজা খায়
তুমি চলে গেলে

লিখেছেন তাহমিদ বাশার

Tahmid Bashar Comments

Moutushi 10 June 2018

Valo hoyse

0 0 Reply
Hafsa Sarker 27 May 2018

Nice poem ami tomake niye ekta poem lekhbo but ki lekhbo janina

0 0 Reply
Close
Error Success