রানী তুমি আমার রাজ্যের
সেনা দোল তোমার পাশে
তুমি বললে লড়বে
ওরা জীবন বাজি রেখে
...
চাঁদের মতো হাসি তোমার
আমার আকাশ জুড়ে
মেঘে মতো অভিমান তোমার
আমায় কাছে পেয়ে
...
বলা না বলার ভাষা খুঁজে
পাইনি আমি আজ বুঝে
হচ্ছে গতিহীন ইচ্ছে গুলো সব
সম্ভাবনা শুরুতেই
...
বৃষ্টি হয়ে ঝরছো তুমি
আমার চোখের জলে
রংধনুর রঙে তুমি
আমার বাসার ছাদে
...
ইশ কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
টোল পড়া ঐ হাসি
আমি খুব ভালোবাসি
...
তোমার ঐ মায়াবী চোখের পাতায়
খুঁজে নেবো আজও আমায়
সাগরের নীল জলে
রংধনুর সাত রঙ্গে
...
Who am i and what am i)
রানী তুমি আমার রাজ্যের
রানী তুমি আমার রাজ্যের
সেনা দোল তোমার পাশে
তুমি বললে লড়বে
ওরা জীবন বাজি রেখে
রাজা তোমার রাজ্য ছেড়ে
লড়বো তোমার জন্যে
জীবন থাকতে দেবেনা
তোমায় অন্যের হাতে তুলে
চুল তোমার রাজ্য জুড়ে
পাহাড়ের মতো করে
চেহারা তোমার সাদা মেঘ
রাজার আকাশ জুড়ে
তাই তো রাজা সারাদিন ঘুরে
তোমার স্মৃতি নিয়ে
হাত তোমার রাজার মাথায়
মাথা ভুলিয়ে রাখে
চোখ দুটোতার চাঁদের মতো
রাজা দেখতে থাকে
মনটা তার গোলাপের মতো
রাজার মনের মাজে
তাইতো রাজা গাঁজা খায়
তুমি চলে গেলে
লিখেছেন তাহমিদ বাশার
Valo hoyse