Ummey Salma Raaya Poems

Hit Title Date Added
1.
আমি পথশিশু বলছি

যখন থেকে বুঝি তখন থেকেই দেখছি এই রাস্তায়ই আমার সব।
এখন আমার নিত্যদিনের সঙ্গী এই চিরচেনা শহরের কলরব।
জীর্ণ-শীর্ণ দেহ নিয়ে বিবস্ত্র হয়ে আমি থাকি বসে।
ঐ ময়লার স্তূপের ধারে কিংবা ফুটপাত ঘেঁষে।
...

2.
স্বাধীনতা কী এতোই সহজ

মনে কী পড়ে সেই বুকফাটা আর্তনাদ আর বিভৎস রাহাজানি?
শুনতে কী পেয়েছিলে, অকালেই ঝরে পড়া পাতার মর্মর ধ্বনি?
যেদিন এই বাংলা ঝাপসা চোখে বারবার বলছিলো চিৎকার করে,
এতোটা নির্দয় হোসনে তোরা, এবার আমায় একটু মুক্তি দে ওরে।
...

3.
সমাজপতি

কবে কোথায়, ইতিহাসের পাতায়, দেখেছো লেখা এ কাহিনী?
কতো কথায়, আর কতো ব্যাথায়, কাটছে সহস্র রজনী।
শুধু মনে পড়ে, হিংসার তোড়ে, তুমি দিচ্ছো কতো দুঃখ।
লোভের মন্ত্রণায়, ক্ষুদার যন্ত্রণায়, মানুষের জীবন করছো রুক্ষ।
...

4.
অস্তিত্বের খসড়া

কথারা যেনো মহাকালের কুয়াশায় ভাসে,
অস্তিত্বের গাঢ় স্রোতে ডুব দেয়,
তারা স্মৃতির জলধি ছুঁয়ে যায়।
মনে পড়ে সেই, 'চিরদিন তুমি আমার'?
...

5.
অন্তরীক্ষে তুমি

তোমাকে খুঁজে ফেরার প্রতিশ্রুতি একদিন ছিলো গোপনে,
যেখানে নক্ষত্ররা একা একা ডুবে যায় মহাশূন্যের রাত্রির কিনারে।
তোমার অস্তিত্ব যেনো ছায়াপথের এক রহস্যময় জটিল নকশা।
যা কোনোদিন ভাঙা যায় না, কেবল অনুভবের কণায় জড়ো হয়।
...

6.
মানুষ কেনো অসাধারণ নয়

ক্ষমা করতে পারে বলেই মানুষ অসাধারণ,
প্রতিশোধ নিতে পারার জন্য অসাধারণ নয়।
সম্পর্ক গড়তে পারে বলেই মানুষ অসাধারণ,
আপনকে পর করার জন্য অসাধারণ নয়।
...

7.
একদিন যাবোই

একদিন পথে নামবো,
শহরের কোলাহল ছেড়ে।
বহুদিন হলো একই রাস্তায় হাঁটা,
একই শ্বাসে বেঁচে থাকা।
...

8.
নিঃশব্দে প্রস্থান

কেউ মরে যাচ্ছে,
অন্তরালের নির্জন স্তব্ধতায়, শব্দহীন বাতাসে।
গভীর এক বিষাদের চাদরে ঘুমিয়ে যাচ্ছে -
একটি জীবন, একটি কল্পনাপ্রতিম আখ্যান।
...

9.
ভালোবাসার সংহিতা

ভালোবাসার নিয়ম বলে -
হৃদয় যদি দাও, তবে তা যেন হয় অনন্তকালীন।
ভাগ করে নয়, পুরোটা নিবেদন করো।
ভালোবাসা চায় স্থিরতা ও গভীরতা,
...

Close
Error Success