Atoar Hossan

Atoar Hossan Poems

আমাকে ধারণ করো পেটে,
তাবৎ পৃথিবী পায়ে হেঁটে
আলো আঁধারের উপকূল,
আবার জন্মাবো মহাভুল।
...

স্বপ্নকে আটকাও
তাকে দিও না মরতে।
জীবন ডানা-ভাঙ্গা পাখি
জানে না সে তো উড়তে।
...

ভুল কী

তোমার ভিতরে করো সযতন চাষ
আগুনের ফুলকি,
...

বালিকার হে অভয়াশ্রম,
ক্ষম আজি মম ভ্রান্তিভ্রম।

তুমি সাধু মায়া কিবা নদী
...

তুই তার চোখটার
যাসনে কাছে।
গেলে সখি
নাই তোর উদ্ধার,
...

আজ দখিনা বাতাস ছিলো,
উড়ে গেছে মন।
কার হাসিটা এমন ভালো
বহিছে পবণ?
...

কবিতা তোমার
কঠিন দেমাগ,
ঘোমটা কেনো লাগে?
পায়ের নূপুর ঘুঙুর ঘুঙুর দৃষ্টি কেনো মাগে?
...

সঞ্চালক: জানাই আমন্ত্রণ,
টক শো দেখুন জনগণ।
আলোচ্য; রাজনীতি-ভোট,
বলবে দুইটি বড় জোট।
...

বৃথা থত্থর
উত্থিত কর-
কব্জি মশাল,
কোন দিকে ধায়?
...

একটাই ফুল; ঘুরে-ফিরে গাঁথি মালা-
মালার লকেট
একটাই জামা; ঘুরে-ফিরে হাতরাই-
জামার পকেট
...

আজ সেই কবিতার হলুদ সন্ধ্যা,
পূর্ণিমা আসন্ন;
হন্য জীবনে তার হবে সমাপন।
কোথাকার এক রাজার কুমার এসে
...

আপনাকে তো তাকিয়ে দেখা নয়,
আপনাকে মেম এখনও কেনো ভয়?
এখনও কেনো নিচের দিকে চোখ,
তবে কি আজও থেকেই গেলো ঝোঁক
...

শাড়ির আঁচলে
লুকায় দুধের প্রলোভন,
ভনভন উড়ে আসে মাছি,
দুধচাঁছি খেয়ে যায় কারা?
...

পানপাতামুখ-পানিফল
মায়াবতীরা গর্ভ নিলে
কী জ্যোতি গো ওঠে ফুলে,
চোখে মুখে খুশি কলকল
...

তুই সখি ডাকলে
নাম ধরে হাঁকলে
কোন বেলা বলতো
মন বসে থাকতো?
...

আজ কোনও কবিতা পড়িনি,
আজ শুধু বৌয়ের বিকিনি
নেড়েচেড়ে কোনমতে কেটে গেলো দিন।
...

এ নাকি জন্ম,
এ তো বিষ্ময়!
মানুষেরই পেটে অবিকল
কেমন মানুষ হয়!
...

শুকরিয়া, জনাবা।
দিলেতে মারহাবা
মারহাবা শুনিছে।
এ-কথা নয় ভুল,
...

Atoar Hossan Biography

This is Atoar Hossan, simple in living. Lives in Dhaka, Bangladesh. Works at a television named Rtv as a Broadcast Journalist.Doesn't write to be a poet, but writes.)

The Best Poem Of Atoar Hossan

আমাকে ধারণ করো

আমাকে ধারণ করো পেটে,
তাবৎ পৃথিবী পায়ে হেঁটে
আলো আঁধারের উপকূল,
আবার জন্মাবো মহাভুল।

ও-জঠরে ধরো প্রিয়তমা,
আমার সমস্ত রাখো জমা
লক্ষ এককের জল-বিন্দু,
আবার জন্মাবো মহাসিন্ধু।

আমাকে বানাও মহামায়া,
নাক-কান-দেহ-মুখ-কায়া-
হৃদয়-সমেত বাহুবলী,
পুনর্জন্ম আসুক কেবলই।

আমারই ওরুসে বারংবার
আমারই অসহ অহংকার
যথাযত কোথাও না-কেটে
আমাকে ধারন করো পেটে।

Atoar Hossan Comments

Close
Error Success