ধীরেসুস্থে এসো ।। রহমান হেনরী Poem by Rahman Henry

ধীরেসুস্থে এসো ।। রহমান হেনরী

কোনও তাড়াহুড়ো নেই; ধীরেসুস্থে এসো!
বহুক্ষণ সাজগোজ কোরো, পছন্দ না হলে__
ফের মুছে ফেলো, আবার নতুনতর সাজগোজ,
আবারও আবারও মুছে ফেলা__
এভাবে কাটিয়ে দিও আরও কিছু নির্লিপ্ত বছর।

বন্ধুদের ফোন এলে, ধোরো, কথা বোলো
দীর্ঘসময়; হঠাৎ নামলে বৃষ্টি, জানালায় হাত রেখে
জলেরও অমল স্পর্শ কোরো; কিংবা বাসনা হলে
শাড়ি পরে অনেক সময় ধরে ভিজো!
জীবনের খুটিনাটি যাবতীয় কাজকর্ম সেরে,
ইচ্ছে হলে, যাত্রা শুরু কোরো! অথবা তখনও যদি
দ্বিধা ভর করে, ভেবেচিন্তে আবারও কাটিয়ে দিও
আরও কিছু দোনামোনা যুগ; তারপর
খুব ধীর, সৌম্যঋষিপদক্ষেপে এসো!

স্পর্শের দূরত্বে এসে, যদি মনে হয়, অসমীচীন__
আবারও আদিতে ফিরে যেও!
জোর ও জবরদস্তি নেই; ইচ্ছার অনুবাদে
তোমার চলার দিক স্থির কোরো! না হয়
বিগত হবে আরও কিছু অস্থির বছর!
দেবদারু চুল যদি কাশফুলে পৌঁছে যায়
ক্ষতি নেই; আমি তো তোমাকে কাছে পেতে চাই__
জীবনের যেকোনও বাঁকেই!

Thursday, September 10, 2015
Topic(s) of this poem: detachment,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success