পৃথিবী দিগন্ত রেখায় বিলীন Poem by Suman Pal

পৃথিবী দিগন্ত রেখায় বিলীন

পৃথিবী দিগন্ত রেখায় বিলীন-
হারানো স্মৃতির সাথে
সে জীবন তার 'আগামী'র সন্ধানে
ফেলে গেছে তুচ্ছ কৃত্রিমতা
গোধূলির স্নিগ্ধ স্তব্ধতায় পরাজিত
ব্যর্থ তার প্রাণ
রহস্যঘেরা গভীর তার দৃষ্টি;
রাস্তায় উলঙ্গ শিশু
উপেক্ষিত জীবন তার
কখনও দয়া, হয়তো অহংকার,
কিংবা উপহাস সম্বল করে
আনন্দে নাচে, কখনও বা কাঁদে
দেশে ফ্যান-ভাতের অভাব
আরও বেশি - মানুষের
কু-য়াশাঘন জীবন সেখানে
সুন্দরতা ঘাসের আগায়
ক্ষণিকের শিশিরের স্থায়িত্ব পায়
রক্তিম আকাশ - বাতাস ‌
ধীর পদক্ষেপে
হাতড়ে হাতড়ে এগিয়ে চলা
অন্ধ সে মেয়ে
ব্যাকুল চোখে, অবুঝ প্রাণে
স্বপ্নিল মনকে করে প্রেম
আশা রাখে - নুতন সূর্যোদয়ের
অন্ধ পৃথিবী তার
হৃদয়ের আর্তনাদ ছাড়া সে পৃথিবী মূক -


এরপর দিনান্তে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণের অন্তহীন আনাগোনা,
অর্থহীন ও বটে কিংবা,
আকাশের কালো মেঘ
বয়ে যায় এক আকাশ থেকে আকাশগঙ্গায়,
মিটিমিটি তারা রয় - হীরারূপী নক্ষত্র তারা,
আধফালা চাঁদের শুকনো অট্টহাস্য ঝরে,
নদী বয় - খরস্রোতা নদী যারা,
অদৃশ্য বাতাসের গুমোট ঝর্ণা ঝরে,
নুতন দিন আসে
সকালের সূর্যের নুতন বৃষ্টি ঝরে -
রক্তিম বৃষ্টি
এক পৃথিবীর ভিন্ন ভিন্ন রূপ ধরে -
ঝড়ো হওয়ার টানে দিকভ্রষ্ট
তারা
কেবলই পৌঁছে যায়,
যেখানে
পৃথিবী দিগন্ত রেখায় বিলীন |.

Tuesday, July 10, 2018
Topic(s) of this poem: realistic
COMMENTS OF THE POEM
Illusion 11 July 2018

Nice One........................................

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success