কোভিড ১৯ - একটি আত্মকথা Poem by Suman Pal

কোভিড ১৯ - একটি আত্মকথা

ঠিক এভাবেই
অদৃশ্য সেই করাল গ্রাসে
শত শত মানুষের মৃতদেহের উপর
তোমার পৃথিবী শয়, অশ্রুহীনা অসহায়
আশ্রয়হীন এগলি ওগলি
ক্ষুধার অন্ধকারে পৃথিবীর মহাগলি,
মহানগরের পাশে
উহান থেকে মস্কোর বাতাসে
নিউইয়র্ক- দুবাই - নয়াদিল্লি হয়ে
লন্ডন ঘুরে কঙ্গো প্রদেশে
ধূসর কান্নায়
ঘন ঘন শীতল শ্বাস ছাড়ে ধারাবি,
তীক্ষ্ণ আর্তনাদে ইতালির বেশে
আকাশ থেকে মহাকাশে
আমার পৃথিবীও একই অক্ষে বর্তমান,
তথাপি উচ্চনাদে প্রতীয়মান -
বিধস্ত ধরণী তার ধরাতলে
বিভক্ত মানুষ নাচে দ্বন্দ্ব আবহে,
এভাবেই
কে এক পরিযায়ী কোকিলের ক্রন্ধন-ডাকে
কে এক ক্ষুধার্ত কাকের কৃষ্ণতায়,
শীতোষ্ণ পৃথিবীকেবলই ধূসর -
ধূসর আবহসংগীতে
একক সত্ত্বায় ম্রিয়মান ।

কিন্তু দেখ
শুধু চেয়ে দেখ
রক্তিম আকাশে উদিত সূর্য
সে কি শুধুই ধ্বংসের
কিংবা আতঙ্কের
চেয়ে দেখ,
শুধু চেয়ে দেখ
ভোর রাতে মোরগের কন্ঠ
শিশিরে ভরা আগমনীর মতো
চেয়ে দেখ,
শুধু চেয়ে দেখ
যত পাখি যত প্রাণী
রঙিন-সবুজ ফুলের ডালি
বহমান নির্মল সলিলে সারি সারি
চেয়ে দেখ,
শুধু চেয়ে দেখ
যমুনা হয়ে গঙ্গার স্নিগ্ধতা কেবলই
পূর্ণ হয়ে পূণ্যতার দিকে প্রবাহমান ।

Thursday, May 7, 2020
Topic(s) of this poem: world conflicts
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success