ভয় Poem by Abdul Wahab

ভয়

যে সত্যকে আমরা আপন করে পেতে চাই
যেমন করে পায় এক নবজাত শিশু
তার মায়ের ভালোবাসায়
সেই সুন্দরতাকে আমরা দেখতে চাই
যা লুকিয়ে থাকে
এক প্রমিক প্রেমিকার মনের কোঠায়
কিন্তু আমরা কিছুই পাই না
তবে এর জন্য
দায়ী নয় কোন শিল্পকলা বা কোন শিল্পীর বাসনা
যা আমাদের বলতে দেয়না
তা হল আমাদের সহজাত দুর্বল দক্ষতা
আর যা শীর শীর করে ওঠে উপরে ওঠে আসে
মেরুদণ্ডের মজ্জার মধ্য দিয়ে
সেই ভয়।
দুঃখের নদীতে অশ্রু কিভাবে তরাঙ্গিত হয়
আর কিভাবে প্রবাহিত করানো হয় অনুকম্পার স্রোত
আজ পর্যন্ত তাই প্রদর্শিত হয়েছে বার বার
আর আমরা দেখে চলেছি
মানুষের রক্তের মতো লাল হয় ফুলের পাপড়িগুলোও
এখানেও আজ কোন বিপ্লব হবে না
ঘটবে না কোন অলৌকিক ব্যাপার স্যাপার
তবে আসতে আসতে বাড়ছে ক্রোধ
পাকছে রোষ
ভবিষৎবাণী বলছে হবেই হবে বিস্ফোরণ
শুধু দরকার একটু মানসিকতার পরিবর্তন।

Tuesday, May 17, 2016
Topic(s) of this poem: fear
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success