বিলম্বিত জন্মের দায় ।। রহমান হেনরী Poem by Rahman Henry

বিলম্বিত জন্মের দায় ।। রহমান হেনরী

Rating: 5.0

সমুদ্রের ভেতর থির হয়ে আছে ঢেউ ও জোয়ারের সম্ভাবনা
কারও জন্য অপেক্ষা তার, শেষ হচ্ছে না—

প্রজ্জ্বলিত শিখার ভেতর শূন্য রাজপথ
নিজেকে গৃহকোণে ফেলে, একাই নেমে যেতে হলো
তখন, পৃথিবীই আমার চোখ; আর
চোখ দুটোই আমি

রাত্রি উড়ছে নীল ডানায়—

মধ্যরাতের আগেই, সমুদ্র ও অগ্নিশিখার মধ্যে
স্থান ও দৃশ্যবিনিময় চুক্তি সম্পাদন করতে হবে আমাকে
বিলম্বিত জন্ম হবে একবিংশের

বিলম্ব পরাজয়েরই সমার্থক; তার দায় নিতে হবে
কেবল কবিকে নয়— যদি মানুষ দাবী করো নিজেকে
এইসব ব্যর্থতা তোমাদেরও...


৭ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ, ২৩ জুলাই ২০১৬ খ্রিষ্টাব্দ
আদাবর, ঢাকা-১২০৭

Saturday, July 23, 2016
Topic(s) of this poem: dream,hope,life,night,sea
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success