তবুও Poem by Piew Dutta

তবুও

এত দিনে তোমার আর আমার ভালো থাকা এক হলো, বলো!
এত দিনে বুঝি দিতে পারলাম যা কিছু চেয়েছিলে
ভালো থেকো প্রিয়তম তোমার নারীর সাথে ৷

তুমি বিশ্বাস করোনি
সেদিনও তোমার ভালো থাকাটাই ছিল
আমার কাছে দামী
আত্মসম্মানের থেকেও ৷
আজ আমার ভালো থাকার সংঙ্ঘা পাল্টেছে
পাল্টে গেছে কান্নার অকারণ
তবুও টুকরো টুকরো কারণ বারন কিংবা স্মৃতিচারণ
পুড়িয়ে দিতে পারিনি ৷

ভুলই তো সব, তবুও
তুমি ভালো থাকবে বলে এখনও মধ্যরাতে
অলিকের কাছে মিনতির চিঠি লিখি
তোমার ভালো না থাকার চিলতে সম্ভাবনায়
এখনও আমি ঈশ্বরকেও শাস্তি দিতে পারি ৷
ভালো থেকো প্রিয়তম
তোমার নারীর সাথে
বিশ্বাস করো এখানে আমিও
সত্যিই ভালো আছি
তোমায় সুখী রাখতে পেরে ৷

তবুও মাঝেমধ্যে মা এর মনের মত ভয়
নেহাতই অবুঝ
ওৎ পেতে বসে যেন সুখের ও পাড়ে
তোমার নারীটি  কি ঠিক আমারই মতন
ভালোবাসতে পারে?

Thursday, October 20, 2016
Topic(s) of this poem: love and loss
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Piew Dutta

Piew Dutta

kolkata
Close
Error Success