ঘোর ভ্রমণ Poem by Abdul Wahab

ঘোর ভ্রমণ

ঘন ঘোরে চলতে চলতে চলেই গেলাম নদীর ওপারে
ফিরে আসতে আসতে ভুলেই গেলাম ফেরার রাস্তা
খুঁজে পেলাম চকিতে নিজেকে
আমার এক পূর্বের অতি পরিচিত জায়গায়
নিমেষে গেলাম মিশে অধিবাসীদের সাথে
হয়ে গেলাম তাদের মতো, তাদের মধ্যে একজন
অতি আনন্দে হয়ে গেলাম পশু
এখন আমার তাদের মতো নেই চাহিদা, নেই অভাব
চলছে দিন কাটছে সুখে নাই কোন অভিযোগ
শুধুই আছে রাশি রাশি প্রসন্নতা
আর আছে আত্মতৃপ্তি যা আমাকে ঘিরে
বলয়ের মতো ঘোরে
আর এখানে নেই এমন কেউ পাগল
যে আমাকে ভুতের ভয় দেখায়
নেই কেউ ভণ্ড এমন যে ভগবানের অতি চর্চায় অতিষ্ঠ করে দেয়
কোথাও যাইনি আমি ছিলাম নিজ গৃহেই
বুঝতে পারলাম যখন কেটে গেল ঘন ঘোর বিড়ালের ডাকে।

Monday, January 23, 2017
Topic(s) of this poem: bangladesh
COMMENTS OF THE POEM
Wahab Abdul 23 January 2017

বুঝতে পারলাম যখন কেটে গেল ঘন ঘোর বিড়ালের ডাকে।

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success