ওভাবে নয় দেখি আমি এভাবে Poem by Abdul Wahab

ওভাবে নয় দেখি আমি এভাবে

ওভাবে নয় দেখি আমি এভাবে
জীবন যেহেতু আছে, উপাসনার পাশাপাশি কর্ম তো থাকবেই
কর্মতেও উপাসনার সওয়াব পেতে হলে শুরুর পূর্বেই ঠিক করে নিতে হবে কাজের উদ্দেশ্য
উদ্দেশ্য যদি হয় সৃষ্টি কর্তার সন্তুষ্টি লাভ
তখন কবিতা লেখা তো বিশাল বড় এক কাজ
শুধু বেঁচে থাকবার জন্য নেওয়া হয় যে শ্বাস প্রশ্বাস তাতেও আছে উপাসনারই সওয়াব।

ওভাবে নয় আমি দেখি এভাবে
উপাসনা করতে হলে এই দুনিয়ায় থাকতে হবে তোমাকে বেঁচে
আর তুমি বেঁচে রইলে জীবনে তো কাজকর্ম থাকবেই
আর সেই কাজের উদ্দেশ্য যদি হয় মানব জীবন রক্ষা কিংবা মানব সেবা
তখন সে কাজ হবে উপাসনার সমান

Tuesday, January 24, 2017
Topic(s) of this poem: understanding
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success