ক্লান্তি বলে কিছু নেই Poem by Arun Maji

ক্লান্তি বলে কিছু নেই

Rating: 5.0

ক্লান্তি বলে কিছু নেই-
শুধু খুনসুটি আর ফিসফিস;
পাওয়া বলে কিছু নেই
শুধু তোমাকে চাওয়া অহর্নিশ।

গভীর রাত বলে কিছু নেই
শুধু সন্ধ্যার সোনালী সুগন্ধ;
পুরানো প্রেম বলে কিছু নেই
শুধু কথা কাব্য- ভালো মন্দ।

বালিশ বলে কিছু নেই
শুধু কোমল বুকের ছোঁয়া;
আলো বলে কিছু নেই
শুধু স্বপ্নের মায়াবী মায়া।

মুখ বলে কিছু নেই
শুধু গোলাপের ভরা হাসি;
ঠোঁট বলে কিছু নেই
শুধু লাল চেরীর ঠাসাঠাসি।

বুক বলে কিছু নেই
শুধু অনাথের অনন্ত আশ্রয়;
নাভি বলে কিছু নেই
শুধু মাত্র ক্ষুধার্তকে প্রশ্রয়।

নিতম্ব বলে কিছু নেই
শুধু নদীর এঁকে বেঁকে যাওয়া;
হৃৎপিন্ড বলে কিছু নেই
শুধু তৃষ্ণার্তের খাবি খাওয়া।

শেষ বলে কিছু নেই
কেবল মাত্র শুরু আর শুরু।
বিশ্রাম বলে কিছু নেই
বুকে শুধু বজ্রের গুরু গুরু।

কামনা বলে কিছু নেই
শুধু বয়ে যায় ভালোবাসা।
চেতনা বলে কিছু নেই
শুধু নব নব জীবনের আশা।

আনাড়ি বলে কিছু নেই
শুধু প্রেমের ছোঁয়ায় শেখা;
পরিতৃপ্তি বলে কিছু নেই
শুধু তোমারই গন্ধ মাখা।

কাল রাত বলে কিছু নেই
এই রাতটাই একমাত্র রাত;
আলতো বলে কিছু নেই
শুধু নিষ্ঠুর ঘাত প্রতিঘাত।

আগামী জন্ম বলে কিছু নেই
শুধু এই মুহূর্তটাই জীবন।
অমৃত অমরত্ব বলে কিছু নেই
তোমার নাভীই জীবন মরণ।

© অরুণ মাজী Arun Maji​
Painting by Yigan Ozeri

ক্লান্তি বলে কিছু নেই
Tuesday, February 28, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,love,passion,romance,romantic,sensual,sex,sexuality,spirituality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success