হে পুরুষ Poem by Amitava Sur

হে পুরুষ

বধু হত্যা হচ্ছে নারী
ঝুলছে গলায় ফাঁস,
ধর্ষন, শ্লীলতা হানি -
কোথাও নারী নির্যাতন ।

প্রকৃতির আলো বাতাস সুগন্ধ সৌরভে
পুরুষেরই অধিকার যত নারীকে
অন্ধকারে রেখে,
পরিয়েছ জোর করে তারে কালো অবগুন্ঠন।

হে পুরুষ নারীও প্রকৃতির সন্তান
তুমিও যেমন,
কে দিয়েছে অধিকার
এমন বৈষম্য ব্যভিচারী 'ফ্যসিসম' করতে আপন?

শতাব্দির বর্বরতা, বৃহত্তম হঠকারিতা হতে
মুক্ত করে নারীকে তুমি
মুক্ত কর এ'সমাজ তুমি মুক্ত হও পুরুষ।
- - - - - - - - - - - - - - -
অমিতাভ (৫.৩.২০১৭)

হে পুরুষ
Monday, March 6, 2017
Topic(s) of this poem: males
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
367 / 362
Amitava Sur

Amitava Sur

Kolkata
Close
Error Success