মানছি না, মানবো না Poem by Arun Maji

মানছি না, মানবো না

Rating: 5.0

মানুষকে চামচিকের সাথে বিঁড়ি টানতে দেখতে
আমার জন্ম হয় নি।
মানুষকে তেলাপোকার পাছায় তেল মাখাতে দেখতে
আমার জন্ম হয় নি।
মানুষকে ইঁদুরের কাছে করজোড়ে ভিক্ষা করতে দেখতে
আমার জন্ম হয় নি।
মানুষকে উইপোকার সাথে উলঙ্গ নাচ- নাচতে দেখতে
আমার জন্ম হয় নি।

মানুষকে কেবল মানুষ দেখতে
মানুষ হয়ে জন্মেছি আমি।

লোভের কলসী গলায় মানুষের এ মৃত্যু
আমি মানছি না, মানবো না।
হিংসা-বিদ্বেষের জঠরে মানুষের এ মৃত্যু
আমি মানছি না, মানবো না।
ভণ্ডামির কদর্য বুকে মানুষের এ মৃত্যু
আমি মানছি না, মানবো না।

মনুষত্বের পুরুষাঙ্গে, দড়ি বেঁধে টেনে
মানুষের ঘুমন্ত পৌরুষত্ব জাগাবো আমি।
মানুষের মানবিকতার বধির কালা কানে
কাঁসর ঘন্টা বাজিয়ে তার ঘুম ভাঙ্গাবো আমি।
যদি গায়ত্রী মন্ত্রে মানুষের চৈতন্য না জাগে
খিস্তি খেউড়ের অমৃত বাণীতে, মানুষের চৈতন্য জাগাবো আমি।

লালসার লকলকে বুকে, মানুষের চড়ুইভাতি
আমি মানছি না, মানবো না।
ধর্মের আড়ালে মানুষের ঈশ্বরকে বলাৎকার
আমি মানছি না, মানবো না।
দেশপ্রেমের উগ্রবুকে মানব চরিত্রের নষ্টামি
আমি মানছি না, মানবো না।

মানুষকে ছাড়পোকার সাথে ছৌ নাচ করতে দেখতে
আমার জন্ম হয় নি।
মানুষকে কেবল মানুষ দেখতে
মানুষ হয়ে জন্মেছি আমি।

হে মানুষ, তোমার দ্বারা-
কেঁচো কেন্নো শামুকের অন্ডকোষ মর্দন
আমি মানছি না, মানবো না।

© অরুণ মাজী
Painting by Pompeo Batoni

মানছি না, মানবো না
Thursday, March 9, 2017
Topic(s) of this poem: awakening,bangla,bangladesh,courage,humanity,motivation,motivational,wake up,wake up call
COMMENTS OF THE POEM
???? ??? ???????? ? 02 June 2020

মানুষ হবো বলে, জন্ম নিয়েছি মায়ের কোলে ।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success