লগ্ন মাধুরী Poem by sourav mazumdar

লগ্ন মাধুরী

Rating: 5.0

লগ্ন মাধুরী
(আমার প্রথম গান আর প্রথম সুর।)
পথ বলেছে অনেকবার, বসে তোমার পাশে, , , , , , , , বাসস্টপ তোমাকেও গোপনে ভালোবাসে; ; ; ; ; ; ; ;
শহরের চেনা ভিড় বলেছে আমায় হঠাৎ পিছু ডেকে, , , , , , , , এ শহর তোমাকে এখনো হারায় পলকে; ; ; ; ; ; ; ;
হারানো কিছু সময় আজ বলে যায় মাঝ রাতে, , , , , , , , তুমি আজও ততটাই সুন্দর যেমন টা ছিলে আগে; ; ; ; ; ; ; ;
রাতের তারা ঘুম ভাঙ্গিয়ে বলে যায় কাছে এসে, , , , , , , , তুমি এখনো ভাব আমায় মাঝরাতে মাঝে মাঝে; ; ; ; ; ; ; ;
সকালের পাখি নতুন সুরে বলে যায় তার গানে, , , , , , , , আমার সুর তোমার গানে, সে শুনেছে আনমনে; ; ; ; ; ; ; ;
আমার ভাবনায় নতুন সকাল সাড়া দিয়ে ফিরে যায়, , , , , , , , , আমার লেখায় তোমার সব একাকার হয়ে যায়; ; ; ; ; ; ; ; ;
গোধূলি বিকেল আজও আমায় ভালথেকো বলে যায়, , , , , , , , , মেঘেরা আজও তোমার গল্প একলা সময়ে জানতে চায়; ; ; ; ; ; ; ;
তোমার সকালেরা এখনো তোমায় ফিরিয়ে আনতে চায়, , , , , , , , , বলে যায় তারা অন্যের অধিকারেও ভোলেনি সে তোমায়; ; ; ; ; ; ; ;
প্রথম সুরের প্রথম সকাল জানি লগ্ন মাধুরী, , , , , , , , , নীল এর গানে নতুন সকালের সূর্য দেখ তুমি; ; ; ; ; ; ; ;
প্রথম গান তোমায় ভেবে আজ তুমিই কতটা দূর, , , , , , , , লগ্ন মাধুরী লিখলেও আমি, তুমিই ছিলে তার সুর; ; ; ; ; ; ; ; ; ;

লগ্ন মাধুরী
Saturday, March 11, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success