ইতি তোমার........"পারো"....(আমার ভাবনায় একটি নতুন চরিত্র রূপে "পারো") Poem by sourav mazumdar

ইতি তোমার........"পারো"....(আমার ভাবনায় একটি নতুন চরিত্র রূপে "পারো")

Rating: 5.0

তুমি কাছে এলে ঝাপসা কিছুটা দূরে স্পষ্ট, , , , , , , , , , , ,
শেষ বার বলেছিলে ভালথেকো ইতি তোমার পারো; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তুমি স্বপ্নে এলে কল্পনা আর হেটে গেলে স্বচ্ছ, , , , , , , , , , , , ,
তুমি রাতের অতিথি হাতে নিয়ে গোলাপ একগুচ্ছ; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তোমার ঠোঁটের মিষ্টি রঙে ঝলমলে সেই সাজ, , , , , , , , , , , , ,
বলেছিলে আমায় ধরতে পারো দুহাতে জড়িয়ে আজ; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তুমি সামনে এলে ভোরের সূর্য ভুলে যায় তার তেজ, , , , , , , , , , , , ,
তুমি পাশে দারালে স্বপ্ন হয়ে অনুভূতিরাও নিরুদ্দেশ; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তুমি কাছে এলে অনেকে ভাবে আজকের সজ্জা তুমি, , , , , , , , , , , , ,
তুমি সামনে এলে কবিরা ভাবে কী নিয়ে লিখব আমি; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তুমি কথা বল্লে বীনা বসন্তে কোকিল গায় গান, , , , , , , , , , , , ,
তুমি হাসলে মেঘলা আকাশে বৃষ্টি দেয় প্রাণ; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তোমার আবদারে অনেক গল্প নির্লিপ্ত নীলিমা, , , , , , , , , , , , ,
তোমার ঠোঁটের মিষ্টি আদরে লেগে আমার মায়া; ; ; ; ; ; ; ; ; ; ; ;
হাত ধরলে আমার তুমি আকাশে আসে মেঘ, , , , , , , , , , , , ,
জড়িয়ে ধরলে প্রকিতির প্রতিবাদে বৃষ্টি অবশেষ; ; ; ; ; ; ; ; ; ; ; ;
ঘুমঘোরে তুমি স্বপ্ন দেখালে হয়ে বিস্তৃত মাধুরী, , , , , , , , , , , , ,
আর হঠাৎ তুমি সাড়া দিলে নির্ঘুম কাটে আমার রাত্রি; ; ; ; ; ; ; ; ; ; ; ;
তোমার ঠোঁটে এখনো লেগে আমার শেষ দিনের আদর, , , , , , , , , , , , ,
বলেছিলে যেখানেই থাকি তোমারি থাকবো "ইতি তোমার পারো"; ; ; ; ; ; ; ; ; ; ; ;

ইতি তোমার........"পারো"....(আমার ভাবনায় একটি নতুন চরিত্র রূপে "পারো")
Friday, March 17, 2017
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success