গোপালকে একটু চাপে রাখুন Poem by Shree Parno

গোপালকে একটু চাপে রাখুন

গোপালকে একটু চাপে রাখুন
গোপালকে একটু দাবিয়ে রাখুন
গোপাল আমাদের কথা শোনেনা।
ছেলেটা শুধু শুধু উড়ে উড়ে বেড়ায়
ঘোরে, পাশে বসেও দেশ দেশ করে
গুণ গুণ গান ভেঁজে রামায়ণের শ্লোক তুলে
যখন তখন আমাদের উপদেশ দেয়।
আমরা সহ্য করতে পারিনা
রাগে ক্রোধে জ্বলে উঠি-
হিংসায় গোপালের মুন্ডুটা চিবিয়ে খাই
কি যেন বলে ‘জেনোফোবিয়া' তাই।

আমাদের কথায় গোপাল নাচেনা
আমাদের কথায় গোপাল সাজেনা, ছোটেনা-
আমাদের তত্ত্ব কথায় মিথ্যে ছোলা মুড়ি ভেজায় না।
ও একটা সাঙ্ঘাতিক ছেলে
কখনো কৃষক কখনো শ্রমিক কখনো মাস্টার
লজ্জা নেই, সঙ্কোচ নেই, ভয় নেই
ভয় দেখালেও সভ্য হাসি মুখ করে থাকে
আমাদের কিক সহ্য করে কোথা থেকে আসে
আবার ভদ্রতা সংহতি রক্ষা করে বলে ‘ভালো আছেন'।

গোপাল নামের মধ্যে আমরা সেকেলে সেকেলে বিশেষ গন্ধ পাই
ওকে ধরো, পারলে মারো, ওর চরিত্র হনন করো
কলেজে ঢোকার সময় ও নাকি পেন্নাম করে ঢোকে
ব্যাটা সেকেলে বুদ্ধু
কলেজকে কেউ কি প্রণাম করে?
জিজ্ঞেস করলে বলে - বিদ্যার আলয় ‘মন্দির'
আবার কথায় কথায় যোগশিক্ষা নীতিশিক্ষার কথা
সেই সঙ্গে চরিত্র রচনার ফুলঝুরি ঝরছেতো ঝরঝেই
যেন নবীন মন্দাকিনী
আমাদের মুখ চুন করতেই এসেছেন।

মশায়, গোপালকে একটু চাপে রাখুন
মহাভারত থেকে ও যেন কোটেশন তুলতে না পারে।
সুযোগ পেলে ওর নামে কিছু কুৎসা রটিয়ে দিন
কায়দা করে গোপালকে আটকান
নয়ত ছোটলোক গুলো মানুষ হয়ে যাবে
নয়ত আরো বড় কোনো ষড়যন্ত্র করে ওকে ফাঁসিয়ে দিন।
তাহলে বদটা বেশ বশে থাকবে
নাহলে ওর ছাত্রদের মাঝেই ওকে নিন্দে মন্দ করুন
ও হীনবল হবে, ওর বিশ্বাস ভেঙে যাবে,
দশটা মাথা মিলে ওকে ওয়াচে রাখুন
ট্রাপে ফেলুন, প্যাঁচে ফেলুন
চাপে চাপে ব্যাটা নিগ্ঘাত পাগল হয়ে যাবে।

গোপাল দলের কথা ভাবেনা
গোপাল পার্টির কথা ভাবেনা
গোপাল শ্রেণিবিপ্লবে বিশ্বাস করেনা
অথচ সামাজিক সাম্য কামনা করে,
চাঁদা দেওয়ার সময় আবার প্রশ্ন করে-
কিসের জন্য চাঁদা ভাই একটু বুঝিয়ে বল,
কি সাহস! কি বিষম সাহস!
শ্যালা ছোটলোক কাঁহাকা
আমরা ব্যঙ্গ করলেও মজা পায়
অতি বিনয়ে খুব ছোট হয়ে যায় হাসে আর বলে-
এটা তোমাদের সাইকোলজিক্যাল থেরাপী
গুড লাক, ভাই সব এবার ধীরে নিজেকে চেনো।

আসলে গোপালকে আমাদের ভালো লাগে না
গোপালকে আমরা পছন্দ করিনা,
কী করে ছোঁড়াটা এখানে এলো?
মাছের বদলে জালে ছাঁকনিতে উঠেছে একটা বিস্বাদ জীব।
ছিঃ ছিঃ ছিঃ -
আমরা সব মত্ত বাহুবলী, জটিল মনের বুদ্ধিজীবীরা চাই
আমরা সব অলস বিলাসী দেশবিরোধী মহা বিপ্লবীরা চাই
গোপালকে একটু চাপে রাখুন
গোপালকে আমাদের ভালো লাগে না।

Tuesday, March 21, 2017
Topic(s) of this poem: ethics
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Shree Parno

Shree Parno

West Bengal
Close
Error Success