প্রেমে ব্যর্থতা বলে কিছুই নেই Poem by Arun Maji

প্রেমে ব্যর্থতা বলে কিছুই নেই

Rating: 5.0

কিছুই দাও নি তুমি
এমন একটা ডাহা মিথ্যে, কখনো বলবো না আমি।
তুমি
একাকীত্ব দিয়েছো, নির্জনতা দিয়েছো, অবসাদ দিয়েছো-
শয়ন স্বপন ভরে, স্মৃতির একরাশ পরিহাস দিয়েছো।

তাই বা কম কিসের?
শুধু সুখেই কি প্রেমের সফলতা?
দুঃখে নয়? অবসাদে নয়? আর্তনাদে নয়? মৃত্যুতে নয়?

অহল্যার প্রেমে ব্যর্থ হবে জেনেও
দেবরাজ ইন্দ্র, অহল্যাকে ভালোবেসেছিলো।
নিষিদ্ধ প্রেমে, দেবরাজের কলঙ্ক হবে জেনেও
ইন্দ্র অহল্যার বুকে, লাল নীল প্রেমের ক্ষত এঁকেছিলো।

অভিশপ্ত ইন্দ্র, অভিশপ্ত অহল্যা কি কোনদিন
অনুতাপ করেছিলো?

প্রেমের ব্যর্থতায় কেবল অভিমানই হয়
অনুতাপ হয় না।
প্রেমের ক্ষতে কেবল জ্বলনই হয়
ছাই হয়ে কেউ যায় না।

তাইতো ব্যর্থ প্রেমিক
আবারও কারও- আড়চোখের স্বপ্ন দেখে,
কাঁকনের শব্দ শুনে, নাভির গভীরতার দূরত্ব মাপে
নরম নরম বুকের, হলুদ পেলব কবিতা লিখে।

প্রেমে ব্যর্থতা বলে, হয়তো কিছুই নেই।
মিলনে- জীবনে শান্তি
বিরহে- মরণে শান্তি।

হে প্রেম, এতো তো যন্ত্রণা তোমার বুকে;
তবুও এতো শান্তি কেন
তোমার নীল কালো, সবুজ আড়চোখে?

© অরুণ মাজী
Painting by Raja Ravi Verma

প্রেমে ব্যর্থতা বলে কিছুই নেই
Wednesday, March 22, 2017
Topic(s) of this poem: bangabandhu,bangla,bangladesh,betrayal,happiness,hurt,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success