ফুল, অনুভূতি আর মানুষ Poem by Arun Maji

ফুল, অনুভূতি আর মানুষ

Rating: 5.0

মানুষ কেবল আবরণ দেখেই
খুঁত আর নিখুঁতের বিচার করে।

সারা বাগান তন্ন তন্ন করে খুঁজেও;
নিখুঁত ফুল আর সে পায় না।
অবশেষে ক্লান্ত হয়ে
বাগানে বসে, নিজের দুর্ভাগ্যকে গালি দেয় সে।

হটাৎ-ই সে দেখে
তার পায়ের নীচে বিবর্ণ এক ফুল।
আপন হাতের মুঠোয়-
আনমনে সে- তুলে নেয় তাকে।

সে দেখে
তার হাতে যেন, কিসের এক সুগন্ধ!
আদর করে নাকে নেয় সে ফুলটাকে-
আহাঃ কি সুন্দর পাপড়ি! কি সুন্দর গন্ধ!

তখনই মনে আসে তার-
হয়তো সমস্ত ফুলই সুন্দর হয়!
তাদেরকে শুধু আদর করে তুলে
হৃদয়ের অনুভূতি দিতে হয়!

© অরুণ মাজী
painting: Charles Amable Lenoir

ফুল, অনুভূতি আর মানুষ
Sunday, April 23, 2017
Topic(s) of this poem: acceptance,flower,kindness,love,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success