প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান Poem by Mir Munirul Islam Salim

প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান

ছয়শত কোটি মানুষের বসবাসের স্থান, সু বিশাল ধরণী
মহান স্রষ্টার সুন্দরতম সৃষ্টির, সৌন্দর্য বুঝি এমনি।
মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান, সকল ধর্মের মানুষের স্থান
প্রত্যেকের তরে আজি, দিতে হবে তার যোগ্য সম্মান।
কেবা কোন ধর্মের, কেবা কোন সম্প্রদায়ের, এ নহে আজ জিজ্ঞাসা
মানুষ আমি স্রষ্টার ধরায়, শান্তিতে রব এইতো আশা।
যে যার ধর্মে করবে কর্ম, যেথা যার আছে যে টুকু বিশ্বাস
রেষারেষি কওে এক অপরে দোষে, কেনো ফেলিবো দীর্ঘ নিঃশ্বাস।
বিশ্ব ব্রহ্মান্ডের সু বিশাল ধরায়, আছে যে সবার অধিকার
স্বস্তিতে সবে শান্তিতে থেকে, যে যার অবস্থান বাঁচিবার।
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আজিকে, সু পরিচিত একটি রাষ্টের নাম
ক্ষুদ্র হলেও স্বাধীন বাংলাদেশের, আছে বিশ্বে সুখ্যাতি সুনাম।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মোদের, এ নহে কারো করুণার দান
স্বাধীকার লড়াইয়ের যুদ্ধে জিতে, পেয়েছি মোরা স্বাধীনতার সম্মান।
প্রতিবেশী যত রাষ্ট্র মোদের, আমরা ভাবি বন্ধু তাদের
মিলেমিশে রব পাশাপাশি সবে, ভুল বঝাবুঝির প্রয়োজন কিসের?
একে অপরের অভ্যান্তরীন বিষয়ে, করিবনা কেহ হস্তক্ষেপ
সমস্যা দাঁড়ালে আলোচনা সাপেক্ষে, সমাধানের নিবো আশু পদক্ষেপ।
নিত্য বিএসএফ এর গুলিতে হচ্ছে বাংলাদেশী কত নিধন
গরু ব্যবসায়ী গরীব চাষী, হাজার হাজার হচ্ছে হনন।
শুষ্ক ক্ষরায় বন্যা বানে, দুর্বিসহ মোদেও জীবন
পানির হিস্যা পাইনিকো আজো, বাংলাদেশের মোরা জনগণ।
সার্কভুক্ত রাষ্ট্র সমূহের, অটুট থাকুক মধুর মিলন
আহ্বান জানাই বাংলাদেশের, শান্তি প্রিয় মোরা জনগণ।
ছোট ও বড়র ভেদাভেদ ভুলে, আসুক আজিকে শান্তির জোয়ার
বন্ধুর সুলভ মনোভাব নিয়ে, এগিয়ে আসুন এবার।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success