বাঘ আর মাংস খাবে না Poem by Madhabi Banerjee

বাঘ আর মাংস খাবে না

সোঁদর বনের মোটা কেদো বাঘটি চিন্তায় পড়েছে আজ
বাতেব্যথায় জরোজরো করতে পারছে না কাজ।
ঘাড়মটকাতে হরিণটিরে গতি লাগে ৪২০ কিমি পার আওয়ার
কিন্তু কোমর হয়েছে ভারী সামর্থ্য নেই এক কিমি যাওয়ার।
কানে ষ্টেথো শেয়াল ডাক্তার বলল দেখে এ যে দেখছি কঠিন ব্যমো
মাংস খাওয়া ছাড়তে হবে এক্ষুনি দরকার ওজন কমানো।
গম্ভীর স্বরে ছেলেকে বলল'রয়াল বেঙ্গল টাইগারের ছেলে তুই
ধরেনিয়ে আয় তো কিলো কিলো শতেকে একটা রুই।
এই না শুনে বাঘের মাসী এসে
গোঁফ পাকিয়ে লেজ ফুলিয়ে সোফায় বসে
বললে রেগে ‘এ কি কথা শুনছি বাপু
আমার খাবারে ভাগ বসাচ্ছ কমাতে তোমার বপু'।
বললে বাঘ মশায় মুচকি হেসে
ঝন্ডু বাম রেখে পাশে
‘কথাটাতো মিথ্যে নয় মোটেই
শুনেছ যেটা সেটা সত্য বটেই
ঠিক করেছি মাছ আহারী হব আমি
এখন থেকে পাতে থাকবে রুই গলদা আর তিমি।
তবে রাগ কোরো না মাসি তুমি তো আমার অতি আপনজন
সুস্থ শরীর রাখতে বদ্যি বলছে কমাতে হবে ওজন।
তবে ভাগ বসাবো না তোমার খাবারে বলছি আমি সেটা
মাছটি আমি খেয়ে মাসি তোমায় দেবো কাঁটা।।

Tuesday, June 6, 2017
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success