কেবল তিন-তিনটে চুমু Poem by Arun Maji

কেবল তিন-তিনটে চুমু

Rating: 5.0

কেবল তিন তিনটে চুমুতে
চিনে নেবো তোমায়।
আমার একটাতেই হয়,
কিন্তু তিনটে দেওয়া নিয়ম
তাই তিন-তিনটে দিতে হয়।

এসে দেখো
একবার কাছে এসে দেখো।
কেবল তিন তিনটে চুমুতে
চিনে নেবো তোমায়।
তোমার চেরি ঠোঁটের মধু
কতটা মিষ্টি,
কোন বাগানের- কি কি ফুল দিয়ে তৈরী,
তা কেবল
তিন তিনটে চুমুতেই
বলে দেবো তোমায়।

মেলে দেখো
তোমার পাপড়ি পাপড়ি ঠোঁট দুটো
অন্তত একবার মেলে দেখো!
কেবল তিন-তিনটে চুমুতে
বলে দেবো তোমায়-
তোমার নদীতে কতটা জল
কতটা স্রোত তাতে, কতখানি তা টলমল!

আমার একটাতেই হয়-
কিন্তু তিনটে দেওয়া নিয়ম
তাই তিন-তিনটে দিতে হয়।
নইলে একচুমুতেই বলে দিই আমি
তোমার নদীতে নাইলে
কোন কোণে, ঠিক কতটা গভীরে যেতে হয়।

কোনখানে চড়া তোমার, কোনখানে স্রোত-
তা এক চুমুতেই বলে দিতে পারি;
কিন্তু তবুও বলি না আমি।
কারন চুমু দিয়ে মাপলে কাউকে
গুনে গুনে, তাকে তিনটে দিতে হয়।

এসে দেখো
একবার কাছে এসে দেখো-
এক এক করে, তিন-তিনটে চুমুতে
ছেনে ছেনে, চিনে নেবো তোমায়।

© অরুণ মাজী

কেবল তিন-তিনটে চুমু
Friday, June 9, 2017
Topic(s) of this poem: bangla,kiss,love,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success