অন্তরাত্মা Poem by Madhabi Banerjee

অন্তরাত্মা

অন্তরাত্মা
মাধবী বন্দ্যোপাধ্যায়
নিজের প্রতি গর্ব ছিল আমার
আমার অন্তরাত্মা সঠিক পদক্ষেপ গ্রহণ করে সর্বদা
চলতে চলতে দেখছি
আমার জীবনের পরিধি বড় হয়ে গেছে অনেকটাই
ভিড়ে ঠাসা হয়ে গেছে জীবনের বৃত্ত
সামনে যখন এগিয়ে যাই
পা পড়ে যায় অপরের বুকে পিঠে
পিছনে হটলে অন্যদের চাপে পিষ্ঠ হয়ে যাই।।
অন্তরাত্মাতোমার বিচার কি -বলবে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success