দুই চামচ চায়ের চুমুকের শুখের জন্য Poem by Avik Datta Gupta

দুই চামচ চায়ের চুমুকের শুখের জন্য

দুই চামচ চায়ের চুমুকের সুখের জন্য
ব্রিষ্টি ভেজা বিকেলে..
স্যাতস্যাতে রোদের ছায়ায়..
জ্বলছে কেরসিন তেলের স্টোভ।
পিছিয়ে পরা পড়ার মত..
পুরছে ছুরি বিদ্ধ নরম পাউরুটির লাশ..
তাতে লাগবে মাখন..
ঝরবে কয়েক পশ্লা চিনির বরশা..
স্বাদ যাবে পালটে।
কুরি বছর পুরনো সেই রেডিওর গান
আজও যেন নতুন
পুরনও বয়ামে যেমন নতুন বিস্কুট।
শহরের উপর ঢাকা কালো মেঘ
জানে যে জাঞ্জটের মধ্যেও
এই শুখের শহর আলো আধারে
কষে চলবে, জীবন আধারের প্রশ্ন
নিষ্প্রয়োজন সেই প্রশ্নের উত্তর চাই-ই চাই
দুই চামচ চায়ের চুমুকের শুখের জন্য।

Thursday, June 29, 2017
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success