শুধুমাত্র নারীদের জন্য Poem by Shree Parno

শুধুমাত্র নারীদের জন্য

সময়তো পেয়েছে পুরুষ অনেক শতাব্দী
মিছামিছি দ্বন্দ্ব-অভিঘাতে কেটেছে কত কাল,
তবু্ সভ্যতার আবর্জনাতো দূর হয়নি!
এবার সময় - এগিয়ে এসো নারী -দায়িত্ব নাও
কঠিন কাজে যাও, দাও সাত সমুদ্র পাড়ি
তোমাদের ত্যাগে সেবায় কর্মে সুস্থ হোক সমাজ,
তোমাদের দৃপ্ত পায়ে বাজুক মহত্বের গম্ভীর নিনাদ
তোমাদের সঙ্কল্পে শুরু হোক নতুন পৃথ্বীর গান
তোমাদেরই সততায় জাগুক নব্য মানবতা-বিউগল।


দেখো, তোমাদেরই মধ্যে কেউ যদি মহাকাশে যেতে পারেন
তোমাদেরই কোনো নারী যদি প্রধানমন্ত্রী হতে পারেন
তাহলে তোমরা অন্য অন্য কিছু কেন হতে পারবেনা?
কেন তোমরা থাকবে দাস?
সীতা সাবিত্রী দময়ন্তীতো কারো অধীন ছিলেননা
দেশ-বিশ্ব জুড়ে এবার গড়ো স্বাধীন বাহিনী
কান পেতে শোনো ঐ, ঘোষিছে মহাকাল-
আকাশে বাতাসে মহাবাণী-
‘পূজা করুক নারী, বেদ পড়ুক নারী
নমাজ পড়ুক নারী, বই পড়ুক নারী
নারী পুরোহিত হোক, নারী মৌলবি হোক
নারী পোপ হোক, নারী কবি হোক
নারী হোক বিজ্ঞানী- বিচারক
নারী সতী হোক, নারী হোক জ্ঞানী
ঘরে ঘরে জেগে ওঠো হাজার মালালা
আর ঘর- বাহির দুই সামলাও'।


হে মাতৃকুল, তোমরা এ বিশ্বের ধাত্রী হও
তোমরাই চালিকা হও এই বিশ্বের
তোমরাই এ বিশ্বের যথার্থ পালিকা হও
ভেবে দেখ আগামী পৃথিবী হবে কেমনতর
তার চাবিই রয়েছে তোমাদেরই হাতে -
তোমাদের কোল জুড়ে জাগুক ন্যায় আলোর শিশু
চরিত্রের সত্য সুন্দর শিব
হে দেবীরা, শুদ্ধ হও- শুদ্ধ করো দিক-দিগন্ত
আর শুধু সুস্থ, সুসন্তান দাও-
নয় ভণ্ড-উন্মাদ-জন্তু, জানোয়ার জীব।

Saturday, July 29, 2017
Topic(s) of this poem: women empowerment
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Shree Parno

Shree Parno

West Bengal
Close
Error Success