তুমি সুখ দিয়েছিলে Poem by Siddique Mahmudur Rahman

তুমি সুখ দিয়েছিলে

আমি কিন্তু শত কাজের মাঝে তোমার কথা মনে করি
কারণ একদিন তুমি আমাকে সুখ দিয়েছিলে।
সে সুখের কথা আমি সকল কাজের মাঝেও মনে রাখি
মানুষের জীবনে সুখ খুবই ক্ষণস্থায়ী।

অনেকেই জানে না সুখ কাকে বলে, কিসে হয় সুখ, কেমন করে।
সবাই পায় না সুখ সারা জীবনেও
অথচ খুঁজে ফেরে আসলে সেটা কি, তা' না জেনেই।
কী অপরিসীম ত্যাগের বিনিময়ে এক বিন্দু সুখ পাওয়া যায়
তা' যদি জানতো সবাই,
তবে সারা জীবনের সবকিছু,
সমস্ত জীবনটাই বাজি রেখে এক মুহূর্তের সুখ কিনে নিতো।

বিপুল অর্থে সুখ নেই, সুখ নেই সম্পদে,
নেই প্রতিদিনের আনন্দ-অনুষ্ঠানে
শয়নে, স্বপনে, নিদ্রায় কিংবা জাগরণে নেই সুখ,
নেই উন্মুক্ত প্রান-রে কিংবা চার দেওয়ালের মধ্যে,
পাহাড়ে, পর্বতে কিংবা সমুদ্র সৈকতে নেই সুখ,
সুখ নেই নদীবক্ষে কিংবা গ্রামের মেঠো পথে,
শহরের কোলাহলে কিংবা পল্লীর নির্জনতায়
সুখ নেই।

অথচ সবখানেই আছে এটা অদৃশ্য।
খুঁজে পেতে হলে
নির্মল জল টলটল মন চাই,
হৃদয় চাই বিরাট-বিশাল, কূটিলতা, জটিলতামুক্ত।

তাই যে সুখ তুমি আমায় দিয়েছিলে
তার কথা, তোমার কথা,
আমি শত কাজের মাঝে মনে করি।
তোমার কথা মনে করি।
কারণ একদিন তুমি আমাকে সুখ দিয়েছিলে।

Tuesday, August 22, 2017
Topic(s) of this poem: happiness
POET'S NOTES ABOUT THE POEM
You've given me a bit of happiness, which I cherish....
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Siddique Mahmudur Rahman

Siddique Mahmudur Rahman

Jessore, Bangladesh
Close
Error Success