তুষারমানব ।। আগা শহিদ আলি Poem by Rahman Henry

তুষারমানব ।। আগা শহিদ আলি

Rating: 5.0

তুষারমানব ।। আগা শহিদ আলি

.
আমার পূর্বপুরুষ, হিমালয় বরফের
একজন মানুষ,
সমরখন্দ থেকে কাশ্মিরে এসেছিলেন,
তিমির হাড় ভরতি
একটা ব্যাগ বয়ে নিয়ে:
সামুদ্রিক অন্ত্যেষ্টিক্রিয়াগুলো থেকে প্রাপ্ত মূল্যবান পারিবারিক সম্পদ।
হিমবাহের বরফ কেটে নির্মিত তার কঙ্কালতন্ত্র, তার শ্বাসপ্রশ্বাস সুমেরীয়,
স্বীয় আলিঙ্গনের ভেতর নারীদের বরফ-জমাট করেছিলেন তিনি।
পাথুরে জলের ভেতর গলে গিয়েছিলো তার স্ত্রী,
তার বুড়িয়ে ওঠা বয়েস স্পষ্টতই এক
বাষ্পীভবন।
এই পৈতৃকসম্পদ,
আমার ত্বকের অন্দরে তার কঙ্কালতন্ত্র, প্রবাহিত হয়েছে
পুত্র থেকে পৌত্রে,
আমার পিঠে তুষারমানবের প্রজন্ম।
প্রতিবছর ওরা আমার জানালায় আলতো টোকা দেয়,
ওদের কণ্ঠস্বরগুলো মিলিয়ে যায় তুষারপাতের শব্দে।
না, ওরা আমাকে শীতকালের ভেতর আটকে থাকতে দেয় না,
আর আমি নিজেই নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি, যে,
এমনকি, আমি যদি শেষতম তুষারমানবও হই,
ওদের গলনশীল কাঁধে চেপে
বসন্তকালে পৌঁছাবোই।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* আগা শহিদ আলি (৪ ফেব্রুয়ারি ১৯৪৯ - ৮ ডিসেম্বর ২০০১) : ভারতীয় বংশোদ্ভুত মার্কিন কবি ও শিক্ষক। ভারত-শাসিত জম্বু ও কাশ্মিরের শ্রীনগরে জন্ম; ৫২ বছর বয়সে, মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটসে মৃত্যুবরণ করেন। কবিতার জন্য ২০০১ সালে, মার্কিন দেশের জাতীয় গ্রন্থ পুরস্কার পেয়েছিলেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট বারটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ: ১. The Country Without a Post Office; ২. Rooms Are Never Finished; এবং ৩. The Rebel's Silhouette
.
*
#AghaShahidAliPoems
.

This is a translation of the poem Snowmen by Agha Shahid Ali
Saturday, September 9, 2017
Topic(s) of this poem: ancestors,spring,winter
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success